RushaIslam

Call

নিচের উপায় গুলি মেনে চলুন,ইনশাল্লাহ ভাল ফল পাবেন:

  • আপনি প্রতিদিন ভরপেট খাবার খাওয়ার পর তেতুলগোলা গরম পানিতে ভিজিয়ে বিচি ফেলে দিয়ে তারপর খান।।
  • দিনে কমপক্ষে ৩বার লেবুর শরবত খাবেন।
  • ইসুবগুল এবং টক দই একত্রে করে খাবেন,এতে বমি ভাব অনেকটা কমে আসবে।
  • আদা কুচিতে লবণ মাখিয়ে সকালে নাস্তার পর খাবেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Ronu

Call

বমি বমি ভাব দূর করার জন্যে কিছু উপায় অবলম্বন করতে পারেন 

  • একটু গরমপানিতে আদা সিদ্ধ রসটি মুখে নিয়ে কুলকুচি করতে পারেন। 
  • কিছু পরিমাণ জিরে গুড়ো করে চিবুতে পারেন। 
  • ১ চা চামচ লবঙ্গের গুঁড়ো ১ কাপ পানিতে ৫ মিনিট সিদ্ধ করুন। ঠান্ডা হয়ে গেলে আস্তে আস্তে এটি পান করুন। আপনার যদি সমস্যা হয় এর সাথে ১ চা চামচ মধু মিশিয়ে নিন। এছাড়া ১-২ টি লবঙ্গ কিছুক্ষণ চিবিয়ে নিন, এটি সাথে সাথে বমি বমি ভাব দূর হয়ে যাবে।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ