আপনার মোবাইলের সাথে আপনার পড়ায় অমনোযোগীতা রয়েছে। এরফলে এরকম সমস্যা হচ্ছে৷
আপনি নিজের ক্যারিয়ার সম্পর্কে ভাবুন। যদি আপনি একটি সুন্দর ভবিষ্যৎ গঠন করতে চান তাহলে আপনার পড়ালেখা করা অতন্ত্য জরুরি। আপনি ভাবুন আপনি কীভাবে পড়লে ভালো ফলাফল করতে পারবেন। এছাড়া আপনি একটি রুটিন তৈরি করে নিন। রুটিমাফিক সবকিছু করলে আপনি নিয়মানুবর্তী হয়ে উঠবেন এবং আপনার পড়ালেখার প্রতি মনযোগ বাড়বে।
প্রথমে আপনার যেসব বিষয় বা টপিকস ভালো লাগে সেগুলো পড়ুন। যেসব বিষয় আপনি ভালোভাবে পারেন সেগুলো নিয়েও ভালোভাবে প্রস্তুতি নিন। যেসব বিষয় আপনার খারাপ বা পড়তে ভালো লাগে না। সেই পাড়াগুলোকে আনন্দঘন কতে তুলুন। এই বিষয় নিয়ে আপনি আপনার বন্ধুদের সাথে আলোচনা করুন। এতে মোবাইল ব্যবহারের আসক্তি দূর হবে।
যে বিষয় আপনি কম পারেন সে বিষয় নিয়ে ভালোভাবে প্রস্তুতি নিন। একটু পর্যাপ্ত পরিমানে ঘুমান। বেশি টেনশন করবেন না।আর পড়ার ফাঁকে ফাঁকে পানি পান করবেন। পড়ার প্রয়োজনীয় সকল কিছু নিয়ে পড়তে বসবেন। কখনো একান্ত প্রয়োজন ছাড়া টেবিল থেকে উঠবেন না।
আগে কঠিন পড়াগুলো পড়ে নিবেন। সেই সময় পড়তে বসবেন যখন আপনার ভালোলাগে । পড়ার সামনে ফোন বা কম্পিউটার রাখবেন না। শব্দ আছে এমন যায়গা থেকে দূরে থাকুন। এছাড়া আপনি নিচের কিছু কাজ করতে পারেন -
আশা করি এই পদ্বতি ব্যবহারের মাধ্যমে উপকৃত হবেন।
ধাঁধার উত্তরঃ মাছি
আপনি চুল পড়ার সমস্যায় ভুগছেন। এরফলে এরকম সমস্যা হচ্ছে আপনার। বিভিন্ন কারণে চুল এরকম ভাবে পড়ে যায়। যদি বংশগত ভাবে এধরবের সমস্যা হয়ে থাকে তাহলে আপনার উচিত দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নেওয়া। ঘরোয়া কিছু টিপস ফলো করতে পারেন। তবে আপনার উচিত ডাক্তারের পরামর্শ নেওয়া।
Bissoy Answers এর বর্তমানে সদস্য সংখ্যা হলো ১৯১,৩০৩ জন। এতজন সদস্যের মধ্যে একজন বিশেষ সদস্য হতে হলে বিস্ময়ে বিশেষ ভাবে কার্যক্রম করতে হবে। বিস্ময়ে আপনি সরাসরি সমন্বয়ক পদ লাভ করতে পারবেন। প্রথমে বিভাগ বিশেষজ্ঞ, বিশেষজ্ঞ, সমন্বয়ক। তাই সরাসরি সমন্বয়ক পদ লাভ করতে পারবেন না।
সমন্বয়ক হতে হলে নিয়মিত কিছু মানসম্মত ও ভালো মানের প্রশ্ন ও উত্তর করতে পারেন। নিয়মিত প্রতিদিন ২০-২৫ টির মতো ভালো উত্তর করুন। উত্তর গুলো সহায়ক। যেন উত্তর গুলো সদস্যের উপকারিত করতে পারে।
বিস্ময়ের নীতিমালা মেনে চলুন। নীতিমালা অনুযায়ী কার্যক্রম করুন। অন্য সবাইকে নীতিমালা অনুসারে কার্যক্রম করার জন্যে আকৃষ্ট করতে পারেন। যে অতিরিক্ত সুবিধা গুলো সাধারণ সদস্যকে দেওয়া হয়ঃ
Bissoy Answers একটি প্রশ্ন উত্তর ওয়েবসাইট। এখানে বিভিন্ন অ্যাক্টিভ সদস্য নিজের ইচ্ছানুযায়ী বিস্ময়ে উত্তর প্রদান করেন। কাউকে এখানে বাধ্য করা হয় না। বর্তমানে অ্যাক্টিভ ভালো সদস্য সংখ্যা কম এর জন্যে প্রশ্নের ভালো উত্তর লাভ হয় না। এছাড়া নিম্নোক্ত কিছু কারণে উত্তর অনুত্তরিত থাকেঃ
বর্তমানে সর্বোচ্চ বিভাগে নিয়োজিত বিশেষজ্ঞ Badshah Niazul তিনি ৪ টি বিভাগ এবং সাধারণ বিভাগ অন্তর্ভুক্ত দুইটি উপ বিভাগের বিশেষজ্ঞ হিসেবে বিস্ময়ে নিয়োজিত।
ওয়েব ডেভেলাপমেন্ট এর নিচের কনফিগারেশন এর পিসি প্রয়োজনঃ
ইউটিউবের ভিডিও সরাসরি মেমোরিতে ডাউনলোড করতে পারবেন না। এর জন্যে Youtube Go বা অনান্য অ্যাপ ব্যবহার করতে হবে। তবে আপনি Micro SD কার্ড এর স্টোরেজ ব্যবহার করে এরকম সিস্টেম চালু করতে পারবেন। কিন্তু সরাসরি মেমোরি থেকে ভিডিও দেখতে পারবেন। নিচের নিয়ম ফলো করুনঃ
এছাড়াও আপনি অনলাইনে দেখার জন্যে ডাউনলো করে নিতে পারেন। এর জন্যে ভিডিও এর ডাউনলোড আইকনে click করুন।
Video Download করার জন্যে vidmate ব্যবহার করতে পারেন। নিচে লিংকঃ
প্রথমে informbd ওয়েবসাইট এ যান। তারপর ওয়েবসাইটের log in এর উপর ক্লিক করুন। তারপর বক্স গুলো পূরণ করে log in এ ক্লিক করুন।
"তোমার বউ তুমি গেলে দেয় না, কিন্তু আমি গেলে দেয় ???'
"কোন জিনিস শুকানোর জন্যে আবার ভেজানো হয়?"