আজ আমার স্ত্রী আমাকে বলে তোমার সাথে থাকবো না৷  তুমি বিদেস জাও আর জেদিক মন চায় সেদিক জাও আমি তোমাকে ডিভোর্স করবো।।  আমি নিজে তালাকের পাতায় সাইন দিয়ে আসবো পরে আরেকজন এর সাথে সংসার করভো ৷ ৷ তুমি সাইন দাও আর না দাও আমি দিয়ে তোমাকে ছারবো। তখন জবাব দিলাম আমি যে তালাক করতে হলে উভয়ের সাইন দরকার।। ও আমাকে বলে তুমি দাও আরনা দাও আমি দিবো আর অন্য কাউকে বিবাহ করবো ।। এখন প্রশ্ন হল শুধু ও সাইন দিলেই তালাক কার্জকর হবে আইন এর কাছে? 
শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

আপনার স্ত্রী সাইন দিয়ে আপনার কাছে পাঠিয়ে দেবার পর ৩ মাসের মধ্যে আপনি যদি কোন প্রতিক্রিয়া না দেখান, সাইন দেন বা না দেন। তাহলে তালাক কার্যকর করে দিতে পারবে আদালাত(সাধারনত হয়েই যায়) । তবে আপনি যদি তালাক না দিতে চান তবে ৩ মাসের আগেই উকিল দিয়া অবশ্যই আপনাকে জানাতে হবে যে আপনি তালাক দিতে চাননা। তাহলে আর তালাক হবেনা। সেক্ষেত্রে বিচার ব্যবস্থার শুরু হতে পারে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ