শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বাসের ইঞ্জিন্টা থাকে একদম সাথেই আর মানুশের উপস্থিতিও বেশি কিন্তু ট্রেনে এমনটি হয় না বিধায় বমি আসে না

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Ariy

Call

কারন বাসের তেল পোড়া গন্ধটা বাস ছোট হওয়ার কারনে তার ভেতরেই রয়ে যায়।এই জন্যই বেশিরভাগ মানুষেরই বাসে বমি হয়।এক্ষেত্রে একটা বা দুইটা লবঙ্গ খালে রাখতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কারণ ট্রেন একটা নির্দিষ্ট গতিতে চলতে থাকে। আর বাস কখনো থামে আবার কখনো চলে। এর ফলে মাথা ব্যাথা শুরু হয় এবং যাত্রাপথের স্থায়িত্ব বেশি হলে একটা পর্যায়ে বমি হতে দেখা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ


বাসে উঠলে
বা লং জার্নি করলে
অনেকেরইবমি হয় ।
একে বলা হয় মোশন
সিকনেস ।‘মোশন
সিকনেস’ ভ্রমনের
একটি অন্যতম
প্রধান সমস্যা ‘মোশন
সিকনেস’ মূলত
মস্তিকের এক
ধরনের সমস্যা।
বিশেষ করে বাস,
প্রাইভেটকার বা এ
জাতীয় অন্যবাহন
গুলিতে এ সমস্যা হয়।
শরীরেরঅন্তঃকর্ণ
আমাদের শরীরের
গতি ও জড়তার
ভারসাম্য রক্ষা
করে। যখন গাড়ীতে
চড়ি তখন
অন্তঃকর্ণ
মস্তিষ্কে খবর
পাঠায় যে সে
গতিশীল। কিন্তুু
চোখ বলে ভিন্ন কথা।
কারণ তার সামনের
বা পাশের মানুষগুলো
কিংবা
গাড়ীরসিটগুলো তো
স্থির।চোখ আর
অন্তঃকর্ণের এই
সমন্বয়হীনতার ফলে
তৈরী হয় ্তুমোশন
সিকনেস’। মোশন
সিকনেস এ বমির
ভাব হয় বেশি। সেই
সাথে মাথা ঘোরা, মাথা
ধরা প্রভৃতি থাকে।
একারণেই বাসে উঠলে বমি হয়।
আর ট্রেনে উঠলে
ঠিক এর উল্টোটা ঘটে
তাই এরকম হয়।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ