আপনি হয়তো বাসে জার্নির সময় বাসের ভিতেরেই বেশি দেখেন। যার কারনে আপনার শরীর বলে আপনি গতিশীল, আর চোখ বলে আপনি স্থির, ফলে বমি হয়। বাসের বাইরে দেখবেন এবং সাথে লেবু নিয়ে যাবেন বা লেবুর শর্বত খাবেন। লেবুর শর্বত তারাতারি হজম করতে সাহায্য করে। তাহলেই বমি হওয়ার সম্ভাবনা কম থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ভ্রমনের আগের রাতে একটা Joytrip 150mg খাবেন, এবং ভ্রমনের ৪০ মিনিট আগে আরেকটা খাবেন, তাহলে বমি হবেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ