বর্তমান এবং ভবিষ্যতে যে সমস্যা গুলো হতে পারেঃ
১। পদার্থবিজ্ঞান এর বিভিন্ন সুত্র, ম্যাথ করতে গিয়ে দেখা যায় গণিতের সাহায্য নিতে হয়। বিশেষ করে গণিতের ক্যালকুলাস আর ত্রিকোনমিতি। এক্ষেত্রে সমস্যা হতে পারে।
২। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পেলেও গণিত রিলেটেড বিভিন্ন সাবজেক্ট যেমন, CSE, EEE ইত্যাদি সাবজেক্ট গুলা পাবে না। অর্থাৎ ভবিষ্যতে গণিত রিলেটেড কোন সাবজেক্ট এ পড়তে পারবে না।
তবে ভালোভাবে পড়াশোনা করে মেডিকেল পড়তে পারবে। এছাড়াও অনেক ক্ষেত্রে গণিত লাগবে না।
প্রথম থেকে সবগুলো প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করছি,
১। ব্লগ সাইট যে ক্যাটাগরিতে খোলে, প্রশ্ন উত্তর সাইট সেই ক্যাটাগরিতে খোলে না। ব্লগ সাইট হলো গুগলের একটা প্লাটফর্ম যেখানে শুধু ব্লগ লেখা যায় । সাইট সাজানোর জন্য বিভিন্ন টেমপ্লেট আছে। প্রশ্ন উত্তরেও টেমপ্লেট পেতে পারেন (ফ্রিতে অবশ্যই পাবেন না), সেক্ষেত্রে বিস্ময় এর মতো হবে না। অন্য দিকে প্রশ্ন উত্তর সাইট খোলার জন্য একটা নিজস্ব প্লাটফর্ম ছাড়াও ওয়ার্ডপ্রেস এর মাধ্যমেও খোলা যায়।
২। বিস্ময় এর মতো সাইট একটি প্রশ্ন উত্তর সাইট, এখানে ব্লগ নামেও একটা ক্যাটাগরি যুক্ত করা হয়েছে। বিস্ময় এখন নিজস্ব ডিজাইনে কাস্টমাইজড, তাই যত খুশি ক্যাটাগরির যুক্ত করতে পারবে নিজেরা।
৩। প্রশ্ন উত্তর সাইট খোলার জন্য জনপ্রিয় প্লাটফর্ম হলোঃ Question2Answer এই প্লাটফর্ম থেকে প্রশ্ন উত্তর এর বিভিন্ন থীম, প্লাগিন পাওয়া যায়। এটাই সব থেকে জনপ্রিয় প্লাটফর্ম।
৪। ব্লগ সাইট খুলে প্রশ্ন উত্তর সাইটের মত করা যাবে কিছু প্রিমিয়াম টেমপ্লেট এর মাধ্যমে। তবে সেটা বিস্ময় এর মতো হবে না।
৫। যেহেতু বিভিন্ন ক্যাটাগরি নিয়ে সাইট করতে চান, তাই কোন ডেভেলপার দিয়ে নিজস্ব ডিজাইনে কাস্টমাইজড করতে হবে। কারণ, সব প্লাটফর্ম এরই কিছুটা সীমাবদ্ধ আছে। জনপ্রিয় প্রশ্ন উত্তর এর প্লাটফর্ম Question2Answer এর মাধ্যমে সাইট তৈরি করে, বিভিন্ন বিভাগ, ব্লগ এর একটা পেজও অ্যাড করতে পারবেন। তবে সব কিছু প্রশ্ন উত্তর রিলেটেড হবে। এর বাইরে কিছু করতে গেলে নিজস্ব ডেভেলপ এ করতে হবে।
সাহিত্য সাময়িকী, সদস্য তালিকা বই প্রকাশ, স্মরণিকা ও বার্ষিকী প্রকাশনার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া।
বার্ষিক খেলাধুলার আয়োজন করা এবং সদস্যদের সনত্দান সনত্দতির ক্রীড়া উন্নয়নের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা।
প্রতিষ্ঠানের আইনগত বিষয়ে যাবতীয় কার্যক্রম পরিচালনা করা, সদস্যগণের চাকরি ক্ষেত্রে কোন আইনগত সমস্যা সৃষ্টি হলে তাদের সহায়তা প্রদান করা।
কমিটির সকল ধরনের কাজে সহায়তা প্রদান করবেন। সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে পরামর্শক্রমে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন।
সভাপতি সংগঠনের প্রধান। তিনি পদাধিকারবলে সকল সভায় সভাপতিত্ব করেন। সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে তিনি ভোটদানের অধিকারি নন। তবে অচলাবস্থা নিরসনের জন্য তিনি কাস্টিং ভোট দিতে পারেন। সংগঠনের গঠনতন্ত্রের প্রতিটি ধারার যথাযথ প্রয়োগ নিশ্চিত করা তার দায়িত্ব।
"ভিক্ষুককে ভিক্ষা দাও " এটি
সম্প্রদানে চতুর্থী ।
বাক্যে ব্যবহৃত সমাপিকা ক্রিয়াপদের সঙ্গে বাক্যস্থ বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক, তাকে কারক বলে।
কিন্তু সম্বন্ধ পদের সঙ্গে বাক্যস্থিত সমাপিকা ক্রিয়ার প্রত্যক্ষ সম্পর্ক থাকে না বলে, সম্বন্ধ পদকে কারক বলা হয় না।
আবার নাম গোপন রাখা প্রশ্ন সম্পাদনা করলেও নাম দেখা যায়।
তাই বিস্ময় প্রশাসনের নিকট অনুরোধ, অনুগ্রহ করে নাম গোপন করে প্রশ্ন করার পদ্ধতি গুরুত্বসহকারে পর্যালোচনা করে দেখবেন।
. আর নতুন নিয়মে হলে, কিভাবে প্রদান করা হয়, জানতে চাই...
পারলে শিল্পীর নামসহ বলবেন অথবা এমন ভাবে বলবেন, আমি যাতে খুব সহজে youtube এ সার্চ করে পেয়ে যাই।
.
. বিঃদ্রঃ রোমান্টিক ছাড়া ফানি গানের পরামর্শ দিবেন না।