অনিয়মিত একজন ssc পরীক্ষার্থী কেন্দ্র থেকে একাই পরীক্ষা দিলে তার পরীক্ষার নিয়ে কি কোনো সমস্যা হয়?যেমন: খাতা বোর্ডে গেল না বা কেন্দ্র একটা খাতা তাই পাঠালে না, কিংবা হাজিরা শীট সংক্রান্ত,এ ধরনের
Share with your friends

আপনি নিয়মিত আর অনিমি য়ত হোন সেটা আপনার উপর নির্ভর করে।আর আপনি কেন্দ্রে পরীক্ষা দিতে গেলেন সেখানে আপনার হাজিরা,খাতা জমা নেওয়া ও র্বোর্ডে জমা দেওয়া এগুলোর সম্পূর্ন দায়ভার কেন্দ্রে দায়িত্বরত সরকারী কর্মকর্তাদের উপর।সেখানে একটি মাত্র খাতা হলেও তারা অবশ্যই বোর্ডে জমা দেবেন নতুবা এর জন্য তারা দায়ী থাকবেন।,,

Talk Doctor Online in Bissoy App

একাটি কেন্দ্রে কোনো পরীক্ষার্থী যদি একাই পরীক্ষা দেয় তাহলে তা সেই একটি খাতাই বোর্ডে পাঠানো হয়।

Talk Doctor Online in Bissoy App

কোন সমস্যা হবে না। আপনি যদি একাই পরিক্ষা দেন, তাহলে আপনার একার খাতাই বোর্ডে যাবে। আর অনিয়মিত হলেও কোন সমস্যা হবে না।

Talk Doctor Online in Bissoy App