USB এবং OTG এর পার্থক্য একটু বিস্তারিত ভাবে বলবেন। ধন্যবাদ!
Share with your friends

Call

USB এবং OTG প্রায় একই কিন্তুু একটি কম্পিউটার বিষয়ক আরেকটা স্মার্টফোন বা ট্যাবলেট বিষয়ক। 

.

হার্ডওয়্যার এর উপর ভিত্তি করে OTG এর বিভিন্ন ব্যবহার রয়েছে। যেমন স্মার্টফোন এবং ট্যাবলেটের ক্ষেত্রে OTG সাপোর্ট থাকলে আপনি আপনার ডিভাইসের সাথে কী-বোর্ড,মাউস,হার্ডড্রাইভ এবং ফ্ল্যাশ ড্রাইভ ইত্যাদি যুক্ত করতে পারবেন। 

Talk Doctor Online in Bissoy App
Call

OTG এর সুবিধা কি OTA এদের সুবিধা কি? OTG ক্যাবল : OTG শব্দের পূর্ণ রূপ হল “On The Go” । অর্থাৎ USB on the go অথবা OTG এর মানে হল আপনি আপনার ডিভাইসটিকে ইউএসবি হোস্ট হিসেবে ব্যবহার করে এর সাথে বিভিন্ন ইউএসবি ডিভাইস সংযুক্ত করতে পারবেন। এই ক্যাবল দিয়ে আপনি যে সব সুবিধা গুলো পাবেন: ১) এই ক্যাবলটি দিয়ে আপনি আপনার এন্ড্রয়েড এ আলাদা স্টোরেজ, হার্ড ড্রাইভ, কি-বোর্ড, মাউস, প্রিন্টার সহ আরো নানা ধরনের ডিভাইস সংযুক্ত করতে পারবেন। ২) এই OTG ক্যাবল সর্ব প্রথম Blackberry ডিভাইসে ব্যবহার করা হত তবে সেটি শুধুমাত্র একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা ট্রান্সফার করার জন্য। তবে বর্তমানে অধিকাংশ এনড্রয়েড ফোনেই  OTG যুক্ত। পুরাতন ফোনে যদি হার্ডওয়ার এর মান ভাল হয় তবে রুট করে ডিভাইস এ OTG চালানো সম্ভব। আপনার যদি OTG সাপোর্টেড ডিভাইসের থাকে তবে আপনি অনেক কাজ পিসি ছাড়াই করতে পারবেন OTG সাপোর্ট থাকার কারণে আপনি পিসি ছাড়াই আপনার ক্যামেরার ফটোগুলো খুব সহজে প্রিন্টারে পাঠানো যাবে, এছাড়া কী-বোর্ড সহ অন্যান্য ইউএসবি স্টিক এখন খুব সহজেই স্মার্টফোনের সাথে যুক্ত করা যায়।  OTA : ota মানে over the air । কারণ এই সুবিধা থাকলে update বাতাসে উইরা উইরা আসে তোহ তাই আরকী সবার মনে একটাই প্রশ্ন ! কীভাবে আমার কিটক্যাট ফোনকে ললিপপ করতাম ? ভাউ আপনের প্রশ্ন এই OTA তেই লুকায়া আছে । আপনার ফোনে যদি OTA আপডেট সুবিধা থাকে এবং আপনার ফোনের জন্য ফোন নির্মাতা কম্পানী এন্ড্রয়েড ভার্শন আপডেট দেয় তাহলে আপনি ঘরে বসেই সে আপডেট পেয়ে যাবেন । কোনো Pc বা ল্যাপটপ এ কানেক্ট করন লাগতো না । আপডেট ডাইরেক্ট আপনের নোটিফিকেশন প্যানেল এ এছাড়াও অন্যান্য সফটয়্যার আপডেট, বাগ ফিক্স এগুলাও পাবেন।

Talk Doctor Online in Bissoy App