Share with your friends

আপনি ইলেকট্রনিক এর দোকানে গিয়ে card reader বললে ওরা দিবে যেটা দিয়ে এক্সটা রা মেমোরি ইউজ করতে পারবেন।।

Talk Doctor Online in Bissoy App

OTG : otg মানে on the go । যেহেতু USB ব্যবহার করা হয় এতে তাই একে USB On The Go ও বলা যায় । OTG ফাংশন সম্বলিত ফোন ফোন যদি আপনার থাকে তাহলে আপনার লাইফ পুরাই হ্যাপি !! otg ব্যবহার করে ফোনের সাথে Keyboard, Mouse, Pendrive, Card Reader সহজেই ব্যবহার করতে পারবেন । ফোনের ছোট কীবোর্ড ব্যবহার করতে ভালো লাগে না ?? Nothing to fear. OTG is here !! otg দ্বারা খুব সহজেই ফোনের সাথে কীবোর্ড বা মাউস ব্যাবহর করতে পারবেন । এছাড়াও স্টোরেজ নিয়ে সমস্যা অনেকেরই । কম স্টোরেজের কারনে বড় মুভি রাখতে পারেন না মোবাইল এ । তাই পেনড্রইভ এ মুভি রাখেন, usb দিয়ে পেনড্রাইভ মোবাইল এ কানেক্ট করেন & এনজয়য় !! তাই মূলত ষ্টোরেজ সমস্যার সমাধান করে OTG । আরেকটা কথা, কিছু Device এ OTG ব্যবহার রে আপনার ফোনকে Power Bank হিসেবে ব্যবহার করতে পারবেন । যেমন Walton Primo HM । তাছাড়া গেমপ্যাড ব্যবহার করে গেম ও খেলতে পারবেন otg দিয়ে !

Talk Doctor Online in Bissoy App