শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

প্যারালাল ইউনিভার্স বলতে তো সমান্তরাল মহাবিশ্ব কেই বোঝায়।প্যারালাল ইউনিভার্স থিওরির অনুসারে আমাদের এই ব্রহ্মান্ডের সব বস্তু সব জীব এমন কি প্রতিটি স্থিতির প্রতিরুপ কোন না কোন সমান্তরাল মহাবিশ্বে অবশ্যই মজুদ আছে। আপনার জীবনের প্রতিটি সম্ভাবনা যেটা সত্যি হতে পারত কোনো না কোনো সমান্তরাল মহাবিশ্বে সেটা ঘটে চলেছে। মূলত আমরা যে দুনিয়াতে বাস করছি ঠিক সেরকম কল্পিত ভিন্ন ব্রহ্মাণ্ডকেই বিজ্ঞানীরা নাম দিয়েছেন প্যারালাল ইউনিভার্স,যা কেবল কল্পনাতীত। এখানে একটি বা একাধিক ব্রহ্মা আছে যা হুবহু আমাদের মতোন।  সেখানকার জীববৈচিত্র,প্রাণী সংস্থান সব আমাদেরই মতোই।আমাদের যা আছে-তাদেরও তা ই আছে,এসব আমার কথা নয়,আমার জানা মতে মার্কিন বিজ্ঞানী হাগ এসব বলেছিলেন।এটা নিয়ে মতভেদ প্রচুর। অনেকে বলে এটি আমাদের নিকটে,আবার অনেকে বলে এটি বহু বহু দূরের কোনো গ্যালাক্সিতে রয়েছে।এটির অস্তিত্ব আছে বলে বিজ্ঞানী রা মনে করলেও তারা এখন পর্যন্ত নিশ্চিত ভাবে কোনো প্রমাণ পেশ করতে পারেনি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ