SSC পদার্থবিজ্ঞান সৃজনশীল অংশে ১৭ নম্বর পেলে পাশ। ৩ টি জ্ঞানমূলকে ৩ নম্বর,৩ টি অনুধাবনে ৬ নম্বর,৩ টি প্রয়োগে ৯ নম্বর এবং ৫ টি উচ্চতর দক্ষতায় সঠিক সূত্র লেখার জন্য ২/৩ নম্বর=২০/২১ নম্বর। যা লিখেছেন তা সঠিক হলে ১৭ নম্বর বা তার বেশি নম্বর পাবেন এবং পাশ করবেন। তাছাড়া বোর্ড পরীক্ষার খাতা একটু সহজভাবে মূল্যায়ন করা হয় এবং পাশ নম্বরের কাছাকাছি নম্বর পেলে পাশ করানোর চেষ্টা করা হয়। সুতরাং আপনি পাশ করবেন।

Talk Doctor Online in Bissoy App
Call

যদি আপনার প্রশ্ন গুলো সঠিক হয়ে থাকে তাহলে 


  1. ৩টার ক উত্তর দেয়ার জন্য মার্ক পাবেন ৩×১=৩
  2. ৩টার খ উত্তর দেয়ার জন্য মার্ক পাবেন ৩×২=৬
  3. ৩টার গ উত্তর দেয়ার জন্য মার্ক পাবেন ৩×৩=৯ 
☞ তাহলে আপনার সঠিক উত্তরের মার্ক দারায় ৩+৬+৯=১৮।

যেহেতু আপনি ৫টা প্রশ্নের ঘ এর উত্তর কিছুটা দিয়েছেন তাই সেখান থেকে কিছু মার্ক পেতে পারেন।

আর আপনাকে উক্ত বিষয়ে শুধু লিখিততে পাসের জন্য ১৭ নম্বর পেতে হবে। এক্ষেত্রে আপনি ১৭+ নম্বর পেয়েই যাচ্ছেন। তাই আপনি পাস করতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App