Call

হিসাববিজ্ঞানে সাধারণত ছক সুন্দর করে আঁকতে হয়। তাহলে অংকটাও সুন্দর দেখাবে অপরদিকে পরীক্ষকের মনে আপনার ব্যাপারে পজিটিভ মোটিভেশনের জন্ম হবে যা আপনার জন্যও ইতিবাচক। তবে যদি স্কেল দিয়ে ছক না আকেন তাহলে কোনো প্রব্লেম হবে না ঠিক আছে। কিন্তু ছকটা তেমন ভাল হবে না, আঁকাবাকা হয়ে যাবে। এতে দেখা যাবে উত্তরটা ঠিক হলেও একমাত্র ছকের কারণেই আপনার প্রতি পরীক্ষাকের নেগেটিভ মোটিভেশনের জন্ম হবে। খাতাটাকে অনেক বিশৃঙ্খল দেখাবে যা আপনার জন্য পজিটিভ নয়। তবে এর জন্য মার্ক কম দিবেনা।


তাই হাত দিয়ে ছক না করে স্কেল দিয়েই করার চেষ্টা করুন। ছক আকার এক্সপেরিয়েন্স যথেষ্ট থাকলে ছক আকতে তেমন সময় লাগবে না। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

না।মার্ক কাটবে না।একটু খারাপ দেখাবে কিন্তু উত্তর ঠিক থাকলে সব নাম্বাই দিবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ