Call

পদার্থ বিজ্ঞানে লিখিত পাশ নম্বর ১৭। বেশির ভাগ সময় শিক্ষকরা ১৫ বা ১৬ পেলে তাকে পাশ করানোর চেষ্টা করেন। তবে ১৪ পেলে সেটা শিক্ষকের মনমানসিকতার উপর পাশ নির্ভর করবে। তবে পাশের আশা করতে পারেন ।             

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনাকে একটা মজার কাহিনী বলি কয়েকদিন আগে একটা ফলাফলে দেখলাম পদার্থি বিজ্ঞানে লিখিতে ১২ পেয়ে পাশ আরেকজন ১০ পেয়ে ফেল। কিন্তু মোট নাম্বারে দুজনই পাশ। আপনি যদি ১৪ বা ১৫ পান তবে পাশের আশা করতে পারেন, সেক্ষেত্রে আপনার উত্তর বিশ বা ত্রিশ এর থাকতে হবে। ১৪ বা ১৫ পেলে স্যারে দয়া করলে ১৭ দিয়ে আপনাকে পাশ দিবে। কিন্তু না দিলে করার কিছু নেই। কিন্তু ১৬ পেলে আপনাকে পাশ দিতেই হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ