Call

দ্বিধাদ্বন্দে ভোগা একটা বড় সমস্যা। আপনি নিজের উপর আত্ববিশ্বাসী হয়ে উঠুন। মনে করুন যে আপনার সিদ্ধান্তটাই সেরা। তাহলে একটা সময় যখন সফলতা পাবেন তখন দেখবেন যে নিজের প্রতি আত্ববিশ্বাস বেড়ে যাবে।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
HMMOBAROKBD

Call

আত্মবিশ্বাসী হয়ে উঠুন।আপনি যদি অতিতে কোন ভুল সিদ্ধান্ত নিয়েও থাকেন,তারউপর হতাশ হবেন না।বরং এর থেকে শিক্ষা গ্রহণ করুন।আপনি যেমন তেমনই থাকার চেষ্টা করুন।আপনি পছন্দকে অগ্রাধিকার দিন।          


আপনি লাইফে যে সিদ্ধান্তই গ্রহণ করুণ না কেন, অবশ্যই সেখানে আপনার পরিতুষ্টি থাকা চাই, যদি আপনি কোন চয়েজে নিজেকে প্রেসারে অনুভব করেন সেক্ষেত্রে সিদ্ধান্তটি যতোই সঠিক হোক না কেন আপনি বেশিরভাগ সময় নেগেটিভই ফিল করবেন। তো পন্থা অনুসরণ করার পাশাপাশি নিজের সন্তুষ্টি ফিল করাটাও গুরুত্বপূর্ণ, কেননা রাস্তাটা তো আপনাকেই অতিক্রম করতে হবে!

আর আল্লাহর উপর ভরসা করুন।চেষ্টার ফল অবশ্যই পাবেন।তবুও হিমশিম খেলে সিদ্ধান্ত নেওয়ার আগে দু'রাকাত নামাজ পড়ে নিন।ইনশাআল্লাহ আল্লাহ আপনার সিদ্ধান্তে বরকত দিবে।         
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ