শেয়ার করুন বন্ধুর সাথে
Call

 

সহীহ হাদিসের ভিত্তিতে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাযে ১২ রাকআত সুন্নাত নামায রয়েছে। যা সুন্নাতে মুয়াক্কাদাহ। আমলের দিক দিয়ে সুন্নাতে মুয়াক্কাদাহ ওয়াজিবের মতই।

সুন্নাতে মুয়াক্কাদা ১২ রাকআত হওয়ার দলীলঃ-

১। ফজরের নামাযের পূর্বে দুই রাকাআত।

২। যুহরের নামাযের পূর্বে চার রাকাআত এবং পরে দুই রাকাআত।

৪। মাগরিবের নামাযের পরে দুই রাকাআত।

৫। ইশার নামাযের পরে দুই রাকাআত।

(সূনান আত তিরমিজী, হাদিস নম্বরঃ ৪১৫ ইবনু মাজাহ– (১১৪১)।

এছাড়া আসরের নামাযের পূর্বে চার রাকাআত এবং ইশার নামাযের পূর্বে চার রাকাআত সুন্নাতে গায়েরে মুয়াক্কাদাহ নামায রয়েছে।

সুন্নাতে গায়রে মুয়াক্কাদাহ বা সুন্নাতে যায়েদা তরক করার দ্বারা কোন গুনাহ হবে না, তবে আমল করা উত্তম। কেননা আমল করলে সওয়াব আছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আমার জানা মতে ২০ রাকাত সুন্নত নামায আছে পাঁচ ওয়াক্ত নামাযে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ