অথবা কোন কোন সময় সানা পড়তে হয়


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্রত্যেক নামাজের শুরুতে সানা পড়া সুন্নত। এটি বাধ্যতামূলক নয়। চাইলে পড়তে পারেন, না পড়লেও আপনার কোনো গুনাহ হবে না। শুধু একটা সুন্নত আদায় হবে না।

তবে আমি পরামর্শ দেব যে, সানা পড়বেন। সুন্নত বলে খাটো করে দেখবেন না, সুন্নত আদায় করুন। কারণ এটিই নিয়ম। কিন্তু যদি সানা না পড়েন তাহলে নামাজ হয়ে যাবে।

ধন্যবাদ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

 

যেকোন নামাযে নামায শুরু করে তাকবীরে তাহরীমার পর সানা পাঠ করতে হয়।

আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামায শুরু করতেন তখন বলতেনঃ “সুবহানাকা আল্লাহুমা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা”।

(সূনান আত তিরমিজী [তাহকীককৃত], অধ্যায়ঃ ২/, হাদিস নম্বরঃ ২৪৩ ইবনু মাজাহ– (৮০৬)। হাদিসের মানঃ সহিহ)।

সানা পড়া সুন্নাতে মুয়াক্কাদা। নামাযের সুন্নাতে মুয়াক্কাদা হল এমন কার্যাবলি যা ছাড়লে নামায বাতিল হয়না কিন্তু বিনা কারনে ছাড়লে নামায মাকরুহ হয়। কারন বষত ছাড়া যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ