Jamiar

Call

আগে জুম্মার নামায ছুটে গেলে  একা বা তিন জনে দ্বীতিয় জুমার নামাজ পড়া যাবে না। তাছাড়া জুমার নামাজের জন্য শর্তগুলো হচ্ছে- ইমাম থাকতে হবে, খুতবা থাকতে হবে, মুসল্লি থাকতে হবে। অন্যথায় জুম্মার নামায আদায় করা যাবে না।

ইবনে উমার (রাঃ) বলেন, যে ব্যক্তি জুমআর এক রাকআত পেয়ে যায়, সে ব্যক্তি যেন আর এক রাকআত পড়ে নেয়। কিন্তু যে 'দ্বিতীয় রাকআতের' তাশাহহুদ পায়, সে যেন যোহরের চার রাকআত 'নামায' পড়ে নেয়। (বায়হাকী, ইরওয়াউল গালীল, আলবানীঃ ৬২১)।

ইবনে মাসঊদ (রাঃ) বলেন, যে ব্যক্তি জুমআর এক রাকআত পেয়ে যায়, সে ব্যক্তি যেন আর এক রাকআত পড়ে নেয়। কিন্তু যে 'দ্বিতীয় রাকআতের' রুকূ না পায়, সে যেন যোহরের ৪ রাকআত পড়ে নেয়। (ইবনে আবী শাইবা, ত্বাবারানীরানী, মু’জাম, বায়হাকী, ইরওয়াউল গালীল, আলবানীঃ ৬২১)।

উক্ত হাদিস প্রেক্ষিতে আপনাদের ৩/৪ জন মিলে আবার জুম্মার নামায আদায় করা যাববে না। 

তবে হ্যা সেক্ষেত্রে আপনারা জোহরের সুন্নত নামায আদায়ের পর  ৩/৪ জন মিলে জোহরের ফরজ নামায একসাথে আদায় করতে পারবেন।

ধন্যবাদ। 

Talk Doctor Online in Bissoy App