চিকিৎসা বিজ্ঞান বিষয় টা এত সহজ নয়। যতটা সহজ ভাবে নিচ্ছেন। চিকিৎসা বিজ্ঞান বিষয় টি অনেক জটিল এবং বোঝার বিষয় । চিকিৎসা বিজ্ঞানে একটি বই সম্পর্কে ভালো ধারণ নিতেই ৩০ দিন সময় লেগে যায় বা তাঁর ও বেশি সময় লাগে। সেখানে আপনি কিভাবে পল্লী চিকিৎসক কোর্স খুঁজছেন ৭/১৫/৩০ দিনের.??
জ্বি না আমার জানা মতে এত শর্ট টাইমের চিকিৎসা বিজ্ঞান বিষয়ক কোন কোর্স বাংলাদেশে চালু নাই।
মানব দেহে ৫০ ধরনের বিভিন্ন হরমোন আছে যাদের কাজ ভিন্ন এবং সব হরমোন ই আমাদের দেহের জন্য খুব ই গুরুত্বপূর্ণ।
অক্ষর পত্র বই টা দেখতে পারেন
তবে আমি ব্যাক্তিগত ভাবে বলবো এক রাইটারের বই না নিয়ে ২/১ জন রাইটারের বই নিতে এতে করে বিস্তারিত জানার সুযোগ হবে।
আপনার এলাকার সমাজ কল্যাণ অফিস বরাবর আবেদন করতে পারেন অথবা ডিসি কোর্ট এ আবেদন করতে পারেন। আবেদনের সময় চিকিৎসায় ব্যাবহৃত প্রয়োজনীয় কাগজ পত্রের ফটো কপি জমা দিবেন।
কোন কিছু দূর্বলতা কাটাতে হলে সে বিষয়ে দক্ষ হতে হবে। একটি মানুষ হুট করেই কোন কাজে দক্ষ হন না। প্রথমে তিনি কাজ টা আয়ত্তে আনেন তার পর সেই কাজের উপর অনুশীলন চালাতে থাকেন।
ধরুনঃ আপনি ক্লাস ৯ ই পড়েন। এখন আপনি চান আপনার হাতের লেখা সুন্দর করতে এবং লেখার গতি বাড়াতে সে জন্য কিন্তু আপনাকে বাসাতে প্রতিনিয়ত লেখা অনুশীলন করতে হবে অনুশীলন করতে করতে একটা সময় আপনি দ্রুত গতিতে লেখার দক্ষতা অর্জন করতে পারবেন বা করবেন।
ঠিক তেমন ভাবে ব্যাবসায়ী হিসাব নিকাশের দূর্বল তা দূর করার জন্য প্রতিনিয়ত অনুশীলন করতে হবে। ব্যাবসায়ীদের কিন্তু জাস্ট যোগ/বিয়োগ, গুন/ভাগ এর হিসাব জানলেই হয় বেশি কিছু প্রয়োজন হয় না।
আপনি পুরাতন হিসাবের খাতা গুলা নিয়ে অনুশীলন করতে শুরু করুন। পুরাতন হিসাবের খাতাতে হিসাব ক্লিয়ার করে করা থাকে আপনি আবার সে গুলা পূনরায় হিসাব করুন অন্য খাতাতে এই ভাবে অনুশীলন করতে করতে একটা সময় আপনার দূর্বলতা লাঘব হবে বলে আশা করছি।
আমি এক অজুতে ২ ওয়াক্ত নামায পড়া যাবে কি না জানতে চাই।?
মানে মনে করেন আমি এশার নামায ৯ টা বা তার কিছু পরে আদায় করলাম।
তার পর নামায শেষ করে পড়তে বসলাম। পড়ার সময় শব্দ করে পড়বো বা পড়ছি আমার কন্ঠ যারা চিতন আছে তারা শুনতে পাবে। তার পর আমি এশার নামায পড়ার আগে তো অজু করে ছিলাম
আমি সেই অজুতে তাহাজ্জদ এর নামায আদায় করতে চাই?
এশার নামায এর অজুতে কী তাহাজ্জুদ এর নামায আদায় করা যাবে.?
জানালে উপকৃত হতাম।
নামাজ পড়ার সময় যদি ভুল হয়ে যায় এবং আমি
পরে বুঝতে পারি যে হয়তো ভুল হয়েছে সে ক্ষেত্রে
করণীয় কী.????
মনে করেন ৪ রাকাত নামায পড়তে যেয়ে
যে কোন রাকাতে সুরা পড়া হয়নি বা ভুল পড়েছি
এমন মনে হলে কী করনীয়
জানালে উপকৃত হবো.??????