অ্যান্টিবায়োটিক ঃ

অামরা প্রতিনিয়ত বিভিন্ন রোগের জন্য অ্যান্টিবায়োটিক খাচ্ছি। কেউ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সব নিয়ম মেনে চলছি অাবার কেউ চলছি না! যদিও চিকিৎসক সব কিছু খাওয়া নিয়ম বলে দিন! কিন্তু অামরা সবাই সেই নিয়ম মতো চলি তো?

অ্যান্টিবায়োটিক খাওয়ার কিছু নিয়মঃ

১/ চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনই অ্যান্টিবায়োটিক সেবন করা উচিত নয়।
২/ অ্যান্টিবায়োটিক অনেক পাওয়ারফুল ওষধ তাই এই ওষধ খেয়ে অনেক পানি খেতে হবে। তা না হলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে।
৩/ অবশ্যই ভরা পেটে ওষধ খেতে হবে।
৪/ টিকমতো অ্যান্টিবায়োটিক খেতে হবে।সঠিক নিয়মে না খেলে ডায়রিয়া, বমি ভাব, শাবাসকষ্ট, মাথা ব্যথার উপসর্গ দেখা দিতে পারে।
৫/ অ্যান্টিবায়োটিক সেবনের পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন।
৬/ অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পুন শেষ করতে হবে।রোগ সেরে গেছে ভেবে ওষধ সেবন অফ করে দিলে চলবে না।
এতে রোগ ব্যাধির জন্ম নিবে।


কিছু হলেই Antibiotic ওষুধ সেবন করা বন্ধ করুন। আপনি নিজেও জানে না এটা কি মারাত্মক ক্ষতি করে৷ আমাদের দেশে চিকিৎসা সেবা এমন হয়ে গেছে যেখানে Antibiotic ছাড়া মনে হয় আর কোন ওষুধ নাই চিকিৎসা করার জন্য। 

ভূল করেও কোন ফার্মাসিস্ট এর পরামর্শে antibiotic সেবন করবেন না            


Share with your friends