অপারেশন থিয়েটরে এক টাকা দীর্ঘক্ষণ কাজ করার সময়  এক টানা দীর্ঘক্ষণ সময় ধরে লাল বর্ণের রক্ত দেখতে দেখতে    অপারেশন থিয়েটারে থাকা দ্বায়িত্ব পালনকারী চিকিৎসক, নার্স,ওটি ইন চার্জ,এসিস্ট্যান্ট, ওটি ওয়ার্ড বয় ইত্যাদি ব্যাক্তিদের চোখ ধাঁদিয়ে যায়। আপটিক্যাল ইউলিউশন বা দৃশ্য ভ্রমের মত সমস্যা হয়।  মানুষের চোখের কোষ প্রধানত ৩ রংয়ের হয়ে থাকে ঃ  লাল, সবুজ ও নীল।  চোখের এই রঙ্গিন কোষের সংখ্যা প্রায় ৬০-৭০ লক্ষ   যার মধ্যে শতকরা ৪৫ ভাগ সবুজ রং এর।  তাই সবুজ রং মানুষের চোখের পক্ষে আরামদায়ক। যেহেতু অপারেশন এর সময় অনেকক্ষণ কাজ করা লাগে রক্ত নিয়ে তাই চোখের সমস্যা এড়াতে সবুজ রং এর পোশাক ব্যাবহার করা হয়। 


রাখী 

ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স & মিডওয়াইফারি। 

২য় বর্ষ।                 


শেয়ার করুন বন্ধুর সাথে