বোর্ড পরীক্ষা শেষ হলে যে ৯০দিন/৩মাস সময় পাবেন এই সময় গুলাকে কাজে লাগান। বোর্ড পরীক্ষা শেষ করার পর পর কোন কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারে ভর্তি হয়ে যান। কারণ প্রতিটা চাকুরী তে কম্পিউটার ব্যাবহার করা হয়। কম্পিউটার ছাড়া কোন অফিস চালানো সম্ভব নয়। তাই এটা মাস্ট বি লাগবে। ধরুন আপনার বাসাতে কম্পিউটার আছে।সেই হিসাবে আপনি কম্পিউটার এর গুরু। কিন্ত প্রাতিষ্ঠানিক কোন সার্টিফিকেট নাই। তাহলে অফিসে বস দাম দিবে না। জব এ apply করার সময় যখন শিক্ষাগত যোগ্যতা তে কম্পিউটার প্রশিক্ষণ এর সার্টিফিকেট যোগ করে দিবেন। তখন বস বা অফিসের অন্যরা জানবে। আপনি কম্পিউটার সম্পর্কে জানেন। তাই আমি মনে করে কম্পিউটার শিক্ষা উচিৎ সবার।
শেয়ার করুন বন্ধুর সাথে