Tutul634

Call

১।আপনে নিয়মিত নামায পড়েন। ২।ফজরের নামাযে আযানের ২০ মিনিট আগে এলার্ম দিয়ে রাখেন। ৩।অলসতা পরিহার করুন। ৪।মনে সর্বদা আল্লাহকে স্মরণ করুন। ইনশাল্লাহ সফল হবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
ArmanXPC

Call

খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন মানুষ যখন ঘুমায় শয়তান তার মাথায় তিনটা গিট দিয়ে দেয় তাই তার উঠতে কস্ট হয়।আপনি এই সুন্নত গুলো সম্পন্ন করে ঘুমান ইনশাল্লাহ উঠতে পারবেন। ১.ওজু করে ঘুমাবেন এবং এশা না পড়ে ঘুমাবেন না। ২.ডানে ফিরে ঘুমাবেন ৩.অন্ধকারে ঘুমাবেন(লাইট নিভিয়ে) ৪.দরজা বন্ধ করে ঘুমাবেন ৫.বিছানা ঝেড়ে ঘুমাবেন ৬.ঘুমানোর দোয়া পড়ে ইসতেগফার করে ঘুমাবেন ৭.তাহাজ্জুদ/ফজরের নামাজের নিয়্যত করে ঘুৃমাবেন মানে ইচ্ছা পোষণ করবেন আজ আমি তাহাজ্জুদ/ফজর পড়ব ইনশাল্লাহ । এগুলো নবীজির সুন্নত,যদি আপনি পালন করেন তাহলে ঘুমে বরকত দিবে আলাহ,যেমন আগে আমি ৯-১০ ঘন্টা ঘুমে কুলাতো না আর এখন ৬ ঘন্টা ঘুমাই আল্লাহর রহমতে অনেক ভালো ঘুম হয়. আর যদি তাহাজ্জুদ নামাজ পড়বো এমন নিয়্যত করে ঘুমান এবং ভূলবশত তাহাজ্জুদের সময় চলে যায় ও না পড়তে পারেন আলাহ আপনাকে পুরো নামাজের সওয়াব দিয়ে দিবে(সুবহানাল্লাহ)। আর সঙ্গে ভাইব্রেশন এলার্ম ও সাথে পানি তো রাখবেনই, এবং আল্লাহুআকবর বলে জোর করে ঘুম থেকে উঠে যাবেন সোজা মসজিদে,আশা করা যায় আল্লাহ আপনাকে অনেক সওয়াব দান করবেন। তবুও না হলে মানে রাখুন নামাজ ত্যাগের শাস্তি ভয়াবহ আর নামাজ পড়ার নেয়ামত অশেষ,তো কাল ফজর পড়ছেন তো ইনশাল্লাহ?

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ