vault apps এ আমার কিছু ছবি হাইড করা ছিল........আজকে থেকে apps আছে কিন্তু একটা ছবি ও নায়।প্রায় ১ বছর ধরে আমি ছবি গুলো রাখছি ..... এই apps এ একটা নোটিশ আসত (apps টি উপদাতে দিতে এবং লিখা যেকোনো সময় ছবি ডিলিট হওয়ার রিক্স আছে) এখন আর এই নোটিশ আসেনা কিন্ত ছবি গুলো কি ডিলিট হয়ে গেছে নাকি অন্য কোথাও চলে গেছে..... এই সম্পর্কে কেউ জানলে এক্টু জানাবেন। আমার পাসওয়ার্ড কেউ জানে না। আর আপ্পস টা এখনো আমার মোবাইলে চালু আছে।
Share with your friends
Call

এটা এমনি বিজ্ঞাপন হিসেবে সবাইকেই নটিফাই করে,
কোন প্রবলেম হবেনা

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি হয়তো আপনার ফোনের স্টোরেজের মধ্যে এন্ড্রয়েড লিখা ফাইলটি অথবা আপনার এপ লকার এপ এর নামে যে ফাইলটি ছিলো তা ডিলিট করে দিয়েছেন, যদি এমন টা করে থাকেন তবে আপনার ছবিগুলো ডিলিট করে দিয়েছেন,কেননা আপনার এনক্রিপ্টেড ছবিগুলো ওখানেই স্টোর করা হয়, আপনি চাইলে প্লে স্টোর থেকে ডিস্ক ডিগার এপটি ইনস্টল করে ডিলিট হওয়া ছবি ভিডিও ফেরত আনতে পারেন।

Talk Doctor Online in Bissoy App