Call

আরবি أيمان শব্দটি يمين শব্দের جمع বহুবচন, অর্থ কসম বা শপথ। কসম শব্দের বাংলা অর্থ শপথ করা। আর এই শপথ মুখে উচ্চারণের মাধ্যমেই করতে হয়। মনে মনে করা যায় না। কেউ যদি মুখে উচ্চারণ না করে মনে মনে কোন বিষয়ে শপথ বা কসম করে ইসলামী শরীয়ত মতে তা শপথ বা কসম হিসেবে গণ্য হবে না।

কেননা হাদিসে এসেছে, আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে পর্যন্ত আমার উন্মত কোন মনের কথা প্রকাশ না করে অথবা সে অনুযায়ী কাজ না করে, সে পর্যন্ত আল্লাহ তাআলা তা উপেক্ষা করেন (ক্ষমা করেন)।

(সূনান আত তিরমিজী, হাদিস নম্বরঃ ১১৮৩ ইবনে মাজাহঃ ২০৪০, হাদিসের মানঃ সহিহ)।

সুতরাং কসম মুখের কাজ। তাই কেউ কোনো কিছুর ইচ্ছা করে মুখে উচ্চারণ করার আগ পর্যন্ত কসম সংঘটিত হবে না। এবং কাফফারা দিতে হবে না।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ