শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

ধ ন্যবাদ প্রশ্ন করার জন্য । গোসলের পর দেহে চুলকানোর কারন মুলত এলার্জেই সংক্রামন । তবে তা কি পরিমানে দেখা দিয়েছে বা চুলকালে লাল হয় কিনা এসব চিকিৎসককে জানিয়ে দিয়ে  মেডিসিন  নেন। আপনার ব্যবহার কৃত পোশাক প্রতিদিন পরিস্কার করবেন। আপাতত কয়েক দিন গোসলে সাবান ব্যবহার করবেন না। এবং প্রতিদিন নিম পাতার গরম পানিতে গোসল করার চেষ্টা করুন ।  এবং গোশলের পর প্রতিদিন সম্পূর্ন শরীরে নারকেল তেল মালিস করবেন । আসা করি কয়েকদিন তেল মাখলে চুলকানি কমে যাবে। তবে ভালো হবে আপনি চর্বরোগ বিভাগের ডাক্তার দেখান , মেডিসিন নিন আসা করি দ্রুত সমাধান পাবেন। তবে এর আগে কয়েকদিন নারকেল তেল মালিস করে দেখুন কাজ হয় কিনা। আসা করি বুঝতে পারছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ