Call

যদি গোসল ফরজ হয় তাহলে অবশ্যই ৩ ফরজ আদায় করে গোসল করতে হবে।আর যদি গোসল ফরজ না হয় তাহলে আপনার ইচ্ছা।করতেও পারেন নাও পারেন।তবে সবচেয়ে ভালো হয়,আপনি যদি গোসল করার আগে ওযু করে নেন।এতে গোসল ফরজ হলে ফরজও আদায় হয়ে যাবে নাহলে ওযুর সওয়াবটাও পাবেন।এতে শরীরের সগিরা গুনাহ সমূহ মাফ হয়ে যাবে।এছাড়াও যদি এই ওযুর পরে গোসল করার সময় ওযু ভঙ্গের কোন কারণ না ঘে তাহলে আপনি এএই ওযু দিয়েই নামজও পড়তে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আসলে ভাই আল্লাহর নাম নিয়ে সকল কাজ করলে তা আল্লাহর ইবাদত হয়। তেমনি গোসলের তিন ফরজ আদায় করলে তা আল্লাহর ইবাদতি হবে। অর যদি গোসলে ফরজ আদায় না করেন তা সাধারন গোসল এর সমান গন্য হবে। 



আরো ভালো জানতে ভালো আলেম ব্যক্তির সরনাপন্য হন। সেটাই ভালে হবে আপনার জন্য প্রিয় ভাই। 


 ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ