আমি ১০ টা ১১ টায় ঘুমাই এবং ভোর ৪ টা বা কখনো ৫ টার আগে নামাজের জন্য উঠে যাই,তবে নামাজ পড়ার পর আর ঘুম আসে না,সবমিলিয়ে ৬-৬.৩০ ঘন্টা ঘুমাই,তবুও ফ্রেশ লাগে মানে আমার ঝিমানি বা অন্য কোনো সময় ঘুম ঘুম ভাবও হয় না। এখন ৬ ঘন্টা ঘুমালে ক্ষতি হবে?
শেয়ার করুন বন্ধুর সাথে
HMMOBAROKBD

Call

যতটুকু ঘুম একজন মানুষের মন-শরীরের স্বাভাবিক স্বাচ্ছন্দ্যকে ফিরিয়ে আনে, ততটুকু ঘুমই স্বাভাবিক। একেক জনের ক্ষেত্রে সেটা একেক রকম।একজব প্রাপ্তবয়স্ক ব্যাক্তির জন্য  সাধারণত সেটা ৬ থেকে ৮ ঘণ্টা হতে পারে। 

*একজন সুসাস্থ্যের অধিকারি,পরিমিত খাদ্যাভ্যাস থাকলে, নিয়মিত  ৬ ঘন্টা ঘুম যথেষ্ট।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

না কোন ক্ষতি নেই 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ