Call

ওর স্যালাইন এবং ফ্লাজিল ট্যাবলেট খান। আশা করি এতেই ঠিক হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সম্ভবত আপনার পাতলা পায়খানা হয়েছে। শরীরের পানিশূণ্যতা দুর করার জন্য পর্যাপ্ত পরিমাণে ওর স্যালাইন খেতে হবে। জটিল খাবার যেমন, মাংশ, মাছ, তৈলাক্ত খাবার আপাতত পরিহার করুন। সরল খাবার খান। যেমন ভাতের মার, কলা ভর্তা, ডাবের পানি, চিড়া। মেট্রানিডাজল ট্যাবলেট দুবেলা খেতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনার পেটের মধ্যে সম্ভবত আম হয়েছে।যাকে বলা হয় মিউকাস প্রদাহ।আপনি কি ওষুধ খাবেন তা পরে বলছি।আগে প্রাথ্যমিক কিছু কাজ করেন।যেমন স্যালাইন খান পানিতে গুলে।কাচা কলা তরকারি করে খান।ভারি খাবার থেকে বিরত থাকুন।ডাবের পানি খান।এখন আসি ওষুধের কথা আপনি প্রোবায়টিকস অথবা অ্যান্টিবায়োটিকস খেতে পারেন।প্রোবায়োটিকস খেলে Veg caps নামক ওষুধটি ত্রিশ দিন সকাল ও রাতে খাওয়ার আধা ঘন্টা আগে খান।আর অ্যান্টিবায়োটিক এভাবে দেওয়া ঠিক হবেনা।আপনি মেডিসিনের ডাক্তার দেখান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
BrotoSarkar

Call

আপনি জক্স খেতে এটা খুব উপকারী।এসকল রোগের জন্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
RushaIslam

Call

যতবার পায়খানা হবে ততবার স্যালাইন খাওয়ার চেষ্টা করুন,এতে পায়খানা পরবর্তী দেহের পানিশুণ্যতা কেটে যাবে। আপনি দিনে ২ বার লেবুর শরবত খাবেন এবং রাতে ভরাপেট ভাত খাওয়ার পর একটি মেট্রোনিডাজল অথবা ফ্লাজিল ট্যাবলেট খেয়ে নিবেন। উল্লেখ্য আপনার সমস্যাটি হলো ভাইরাসজনিত অথবা  ফুড পয়জনিংয়ের কারণে হতে পারে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

আপনার এই সমস্যা টি দুই টি কারনে হতে 

  1. বাশি খাবার ও নস্ট খাবার খাওয়ার কারনে।
  2. ভাইরাসজনিত কারনে।
তবে যাই হোক বর্তমানে আপনি প্রচুর পানি পান করুন খাওয়ার স্যালাইন খাবেন। সাথে নিম্নের ঔষধ গুলো খেতে পারেন ডাক্তারের পরামর্শে।
  1. Tab.Amodis ৪০০mg ১+০+১ খাবার পর খাবেন ৩ দিন
  2. tab. pantonix 20 mg ১+০+১  খাবার আগে খাবেন।
এবং ইহা অবহেলা করবেন না অতিরিক্ত পাতলাপায়খানা শরীরে পানি  শুন্যতায় হতে পারে। শরীর লেলিয়ে পরতে পারে, দেখা গেলো পরবর্তীতে হাসপাতালে যেতে হচ্ছে তাই যত সম্ভব ডাক্তারের পরামর্শ নিন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ