Jamiar

Call

এতে ঘাবরানোন কোন দরকার নেই  জ্বর এরকমেই শারবে  আবার দেখা দিবে। আপনি নিয়মিত ভাবে ঔষধ খেতে থাকুন ইনশাআল্লাহ জ্বর শেরে যাবে। আপনি ক্যাফেইন খাবেন না ইহা ক্ষতিকর ঔষধ। আপনি নিয়মিত ভেবে ডাক্তারের পরামর্শে  

  1. Tab.pantonix 20mg 1+0+1 ৩দিন খাবেন খাবার আগে
  2. Tab.Omidon 10mg 1+1+1 ৩দিন খাবেন খাবার আগে
  3. Tab. moxacil 500mg ১+০+১ ৩দিন খাবেন খাবার পর
  4. Tab.ace XR 665 mg 1+0+1 ৩ দিন খাবেন খাবার পর
উক্ত ঔষধ গুলো ৩ দিন নিয়মিত    খেতে পারেন ।  আর অবশ্যই ডাক্তারের পরামর্শে ঔষধ খাবেন। ভিজা কাপর দিয়ে শরীর মুছে নিবেন ।  উক্ত ঔষধ ৩ দিন  খাওয়ার পরের জ্বর না কমলে বা আবার  জ্বর দেখা দিলে ডাক্তারের পরামর্শে রক্ত পরীক্ষা করবেন। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি দ্রুত একজন ভালো ডাক্তার দেখান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মহানবি হযরত মুহাম্মদ (স.) বলেছেন,"জ্বর আসে জাহান্নামের তাপ থেকে।তোমরা জ্বরকে প্রতিহত করো পানি দ্বারা" এখান থেকে বোঝা যায় যে জ্বর হলে মাথায় পানি দিতে হবে।তাছাড়া আপনি ভালো কাজের পাশাপাশি সুরা ফাতিহা অধিকবার পড়তে পারেন।কারণ এতে রয়েছে ১০০০ রোগের প্রতিকার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
hryeasin

Call

বিলম্ব না করে একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
RushaIslam

Call
  • আপনি দুপুরে অথবা রাতে খাওয়ার পর নাপা খাবেন ৩দিন।  
  • পরিষ্কার কাপড়ে পানি নিয়ে পুরো শরীর ম্যাসাজ করবেন।।
  •  ভিটামিন সি, ভিটামিন ডি-জাতীয় খাবার খাবেন।
  •  প্রতিদিন একটি করে কমলালেবু খাবেন।
  • বেশি বেশি পানি পান করবেন।
  • যদি  জ্বর না কমে তাহলে অবশ্যই চিকিৎসক এর পরামর্শ নিন।মনে রাখবেন এই জ্বরই সকল রোগের বাহক,কাজেই দেরি না করে চিকিৎসক এর পরামর্শ নিন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ