Call
হাঁচি হচ্ছে প্রবল বেগে মুখ ও নাক হতে বের হওয়া বাতাস ও জলীয় বাষ্প। নাকে সুড়সুড়ি বা উত্তেজনাজনিত কিছুর সৃষ্টি হলে মস্তিষ্ক হতে হাঁচি আসে। আর হামি হচ্ছে ভদ্রভাষায় যাকে বলে হাই। মস্তিষ্ক সামান্য বিরতি দিয়ে নতুনভাবে মস্তিষ্কের রিস্টার্ট হওয়াকে হাই বলা হয়। দুটি সম্পূর্ণ ভিন্ন। তবে দুটিই ইচ্ছানিরপেক্ষ, মস্তিষ্ক নিয়ন্ত্রিত।
হাঁচি এর দোয়া হলো- 
    হাঁচিদাতা পড়বে "আলহামদুলিল্লাহ"। আর যে ব্যক্তি শুনবে সে পড়বে “ইয়ারহামুকাল্লাহ”। ইয়ারহামুকাল্লাহ শুনার পর হাঁচিদাতা আবার পড়বে ইয়াহদীকুমুল্লাহু ওয়াওছলিহু বালাকুম”।
কিন্তু হাই দেবার কোনো দোয়া নেই। বরং হাই আসলে তা যথাসম্ভব রোধ করবার বিধান রয়েছে।
    হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত, রাসূল(সাঃ) বলেছেন, "তোমাদের কেউ হাঁচি দিলে সে যেন আলহামদুলিল্লাহ বলে এবং তার সঙ্গী ব্যক্তি যেন 'ইয়ারহামুকাল্লাহ' বলে জবাব দেয়। আর যখন জবাবদাতা হাঁচিদাতাকে 'ইয়ারহামুকাল্লাহ' বলে, তখন হাঁচিদাতা যেন 'ইয়াহদীকুমুল্লাহু ওয়াইয়ুছলিহু বালাকুম' বলে। (বুখারী-৬২২৪)
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ