# ইসলামী শরীয়তে দাড়ি রাখা ওয়াজিব বিধান।আর গোঁফকে ছাটতে ও কাটতে বলা হয়েছে। তাই উভয়ের মধ্যে বিধানগত দিক থেকে পার্থক্য স্পষ্ট। -সহীহ বুখারী হা. নং ৫৮৮৮; সহীহ মুসলিম: হা. নং ২৫৭; সুনানে তিরমিযী: হা. নং ২৭৫৬; সুনানুন নাসাঈ: হা. নং ৫০৬১ ইত্যাদি।

# আর গোঁফে লাগা পানি খাওয়া হারাম এটি আমাদের সমাজে প্রচারিত ভুলমাসআলাসমূহের একটি। এ সম্পর্কে  লিংকের আলোচনাটি পাঠ করা যেতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

গোঁফ বলা হয় ঐ সমস্ত চুলকে যা উপরের ঠোঁটে গজায় এবং তা লম্বা রাখা মাকরুহ।আর দাঁড়ি বলা হয় ঐ সমস্ত চুলকে যা থুতনি ও চোয়ালের উপরে গজায় এবং তা একমুষ্টি পরিমাণ রাখা ওয়াজিব।এ সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধাচরণ কর-মোচ কেটে ফেল এবং দাড়ি লম্বা কর। (ই.ফা. ৪৯৩, ই.সে. ৫০৯)  সহিহ মুসলিম, হাদিস নং ৪৯০ হাদিসের মান: সহিহ হাদিস তবে গোঁফে লাগা পানি পান করা হারাম হ‌ওয়ার কথাটির কোন ভিত্তি নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ