পবিত্র কুরআনে সূরা ইখলাসের মধ্যে মহান আল্লাহ তাআলা তাঁর ও তাঁর সৃষ্টির মধ্যকার মৌলিকপার্থক্যগুলো অতি সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরেছেন। মহান আল্লাহ বলেন, 

১/ বল, তিনিই আল্লাহ, এক-অদ্বিতীয়।
২/ আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী।

৩ / তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি।

৪ / আর তাঁর কোন সমকক্ষও নেই।

 


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

১- যিনি সৃষ্টি করেন তিনি সৃষ্টিকর্তা । আর সৃষ্টিকর্তা যা সৃষ্টি করেন তা ই সৃষ্টি । ২- সৃষ্টিকর্তার ক্ষমতা সীমাহীন/অসীম । তবে সৃষ্টির ক্ষমতা সীমাবদ্ধ । ৩-সৃষ্টিকর্তা মহা পবিত্র । কিন্তু সৃষ্টি অপবিত্রও হতে পারে । ৪- সৃষ্টিকর্তার কোন ধ্বংস নেই । সৃষ্টির ধ্বংস অনিবার্য ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ