শেয়ার করুন বন্ধুর সাথে

দুটির মধ্যে বানান ছাড়া আর কোন পার্থক্য নেই।অতএব দুটি সমার্থক শব্দ।দুটির অর্থই ১,০০,০০০ বা একশত হাজার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
লক্ষ / লক্ষ্য এর মধ্যকার পার্থক্য:
অঙ্ক বা সংখ্যা প্রকাশের ক্ষেত্রে সর্বদা ‘লক্ষ’ বসবে। যেমন: আমার দশ লক্ষ টাকা প্রয়োজন।
আবার ‘খেয়াল রাখা’ প্রকাশেও ‘লক্ষ’ ব্যবহার করা হয়। যেমন: শিশুটির প্রতি ‘লক্ষ’ রাখে।
বর্তমানে ‘লক্ষ’ শব্দকে আরও ব্যাপক অর্থ প্রকাশে ব্যবহার করা হচ্ছে। বিশেষ্য হিসেবে ব্যবহার করা হলে ‘লক্ষ’ বানানে ‘য-ফলা’ ব্যবহার করতে হয় কিন্তু ক্রিয়াপদ হিসেবে ব্যবহারের ক্ষেত্রে ‘য-ফলা’ ব্যবহার করা যাবে না। সাধারণত উদ্দেশ্য প্রকাশের জন্য ‘লক্ষ্য’ ব্যবহার করা হয়। উদাহরণ: নেতার লক্ষ্য জাতির উন্নয়ন। শিশুটির দিকে ‘লক্ষ’ রাখো, অনাথ শিশুটির প্রতি কারো ‘লক্ষ্য’ নেই।
‘লক্ষ’ ও ‘লক্ষ্য’ শ্বব্দদ্বয়ের ব্যবহারে অনেকে ভুল করে থাকেন। তাই ব্যবহারের সময় সবিশেষ লক্ষ্য রাখা  উচিত।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

লক্ষ বলতে একটি সংখ্যাকে বোঝায়।যেমন:১,০০,০০০।আর একটি অর্থ আছে,কোনো কিছু অনেকক্ষণ যাবত খেয়াল করা। লক্ষ্য বলতে পরিকল্পনার অভিপ্রেত ফলকে বোঝায়।যেমন:মানুষ ভালো-মন্দ যাই করুক না কেন,তার একটি লক্ষ্য থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

"লক্ষ" বলতে বোঝায় ০,০০,০০০ এরকম। আর আরেক "লক্ষ্য" বলতে বোঝায়, ভবিষ্যৎ অবকাঠামোর চিন্তা-ভাবনা কে। যেমন "আমার জীবনের লক্ষ্য"।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Zahid 420

Call

লক্ষ হচ্ছে সংখ্যা (১০০০০০) । আর লক্ষ্য হচ্ছে উদ্দেশ্য,তাকানো ইত্যাদি ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

লক্ষ হলো সংখ্যা এবং খেয়াল করার অর্থে ব্যবহার হয়।

আর লক্ষ্য বলতে উদ্দেশ্য বোঝায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ