Najmuljs7

Call

পায়খানা করা মানে হচ্ছে পায়ুপথ দিয়ে শরীরের নাইট্রোজেনঘটিত ময়লা দুর করা। আর মলমূত্র ত্যাগ করা মানে হচ্ছে পস্রাব পত বা পায়খানা পথ যে কোন একটি দিয়ে শরীরের নাইট্রোজেনঘটিত ময়লা দুর করা    । সেটি হতে পারে পায়খানা বা পস্রাব। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

পায়খানা করা বলতে শুধুমাত্র মল ত্যাগ করাকে বুঝায়।আর মল মুত্র ত্যাগ বলতে প্রস্রাব এবং পায়খানা দুটিকেই বুঝায়,এটি পার্থক্য।আর শব্দের ও পার্থক্য রয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Porimolray

Call

এখানে আগে বলাই ভালো যে, পায়খানা+মল এগুলো সমার্থক শব্দ এবং মুত্র মানে প্রস্রাব। তাই 'পায়খানা করা' বলতে এখানে মুত্র অনুপস্থিত অথাৎ শুধু মল ত্যাগ হচ্ছে আর মলমুত্র বলতে এখানে পায়খানা ও প্রস্রাব দুটিই নিষ্কাষিত হবে। এটাই পার্থক্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

দুটো কথার মধ্যে শুধু আভিধানিক পার্থক্য রয়েছে৷ পারিভাষিক কোন পার্থক্য নেই৷ আভিধানিক পার্থক্য হলো, পায়খানা করা বললে শুধুমাত্র মলত্যাগ বুঝায়৷ আর মল-মূত্র ত্যাগ করা বলতে মল এবং পেশাব দুটোই বুঝায়৷ আর পরিভাষায় মল-মূত্র ত্যাগ করা, পায়খানা করা, মলত্যাগ করা ইত্যাদি সমার্থবোধক শব্দ৷ অর্থাৎ এ শব্দগুলোর দ্বারা পায়খানা ও পেশাব দুটোই বুঝায়৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ