Share with your friends

Latrine এর অর্থঃ 

টাট্টী,মলমূত্রত্যাগের স্থান, সেতখান্‌,শৌচাগা্‌র, প্রস্রাবখানা,পায়খানা ইত্যাদি।

Toilet এর অর্থঃ 

পায়খানা,প্রতিকর্ম,স্নানকক্ষ , পোশাকের ঢঙ্ , প্রশাধনের জন্য ব্যবহৃত ইত্যাদি।

Bathroom এর অর্থঃ 

পায়খানা , স্নানের ঘর , স্নানকক্ষ, কলঘর ইত্যাদি।


 এখন আসি পার্থক্যে টাট্টী শব্দটি একটু পুরনো আঞ্চলিক শব্দ। এটি গ্রাম অঞ্চলে এখনো ব্যাবহার করা হয়, তবে শহর অঞ্চলে তেমন একটা ব্যাবহার করা হয়না।

আরেকটি পার্থক্য হলো টাট্টী বলতে অনেকে কাঁচা পায়খানা বলতে বুঝায়।

টয়লেট আর বাথরুম এর মাঝে তেমন একটা পার্থক্য নেই শুধু গঠনগত পার্থক্য রয়েছে।

টয়লেট রুম বলতে শুধু পায়খানা বুঝায় আর বাথরুম বলতে গোসল খানা বুঝায়।

 শহর অঞ্চলে যেহেতু পায়খানা ও গোসলখানা একসাথে থাকে তাই আমার অনেক আলাদা টয়লেট না বলে শুধু বাথরুম বলে থাকি।

 তবে যদি শুধু পায়খানা হয় তবে তাকে  টয়লেট বলতে হবে তাকে বাথরুম বলা যাবে না।


  

Talk Doctor Online in Bissoy App