Tasnuva Mehjabin

Tasnuva Mehjabin

Mehjabin

4 Followers | 102 Views

Chamber

About Tasnuva Mehjabin

I try to be good, act good, serve good and receive good. That's it!

Experience and Highlight

Lives in Khulna 2007–present
Female
Single
Islam

Services

Work Experiences

Student at Cantonment Public School, Jahanabad, Khulna 2012–present
Spacialist at Bissoy.com 2018–present
Child Journalist at hello.bdnews24.com 2017–present

Language

Bengali/Bangla English Hindi Italian

Trainings

Education

Social Profile

Add social profile
প্রশ্ন-উত্তর সমূহ 2.76M বার দেখা হয়েছে এই মাসে 155.27k বার
208 টি প্রশ্ন দেখা হয়েছে 237.12k বার
2.01k টি উত্তর দেখা হয়েছে 2.52M বার
3 টি ব্লগ
2 টি মন্তব্য
টাইমলাইন

প্রশ্ন নং ভুল লিখে থাকলে স্বাভাবিকভাবে তাতে মার্ক পাওয়ার কথা না। তবে বোর্ডের খাতা দেখার নির্দেশনায় সবসময় শিক্ষার্থীদের বেনিফিটের দিক দেখতে বলা হয়, তাই শিক্ষক যদি বুঝতে পারেন যে আপনি ভুলটা করেছেন সেক্ষেত্রে উত্তরটা গ্রহণ করার কথা এবং আপনার উত্তর অনুযায়ী নম্বর দেয়ার কথা। এটা শিক্ষকের ওপর নির্ভর করছে। 

তবে যদি ওই একটা উত্তরের জন্য আপনার পাশ ফেল নির্ভর করছে দেখা যায় তাহলে নিশ্চিতভাবেই নম্বর পেয়ে যাবেন। 

বিড়াল নিয়ে যে আমাদের ধারণা বিড়াল কামড় বা আঁচড় দিলেই ভ্যাক্সিন নিতে হয় এটা ঠিক না। এটা প্রযোজ্য রাস্তার বিড়ালদের জন্য যেহেতু তারা বাইরে থাকে এবং নোংরা স্থানে থাকে তাই তারা র্যাবিস ভাইরাসে আক্রান্ত কি না এটা আমাদের জানা নেই, তাই ভ্যাক্সিন নিয়ে ফেলা উচিত। 

কিন্তু বাসার পোষা বিড়াল কামড়ালে ভ্যাক্সিন নেয়ার প্রয়োজন আছে মনে হয় না। কারণ পোষা বিড়াল র্যাবিস ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। আর পোষা বিড়াল কামড়ানো আচড়ানো চাইলেও আপনি থামাতে পারবেন না। তাই এটা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই।

তবে আপনার বিড়ালকে নিয়মিত ভ্যাক্সিন দিবেন। র্যাবিস এবং ফ্লু দুইটার ই। এতে আপনিও নিরাপদ আপনার বিড়াল ও নিরাপদ। 

.zip ফরম্যাটে না দেয়াই ভালো। যেহেতু ফাইল দিতে হবে সম্ভব হলে তা .pdf ফরম্যাটে দিন। আর তা নাহলে .jpg ফরম্যাটে দিন, তবে কম্প্রেসসড ফরম্যাটে দেওয়া গ্রহণকারীর জন্য অতিরিক্ত ঝামেলা হয়ে যাবে। 

আপনার আইডি ১৮+ এবং লক করা না হলে সেক্ষেত্রে ফলোয়ার এনাবল করে দেওয়া যায়, এতে আপনাকে সবাই ফলো করতে পারে অর্থাৎ ফ্রেন্ড না হয়েও আপনার পোস্ট তার টাইমলাইনে যাবে। 

এটির সুবিধা হচ্ছে আপনার পোস্টে রিচ বেশি পাবে, রিয়েক্ট কমেন্ট বেশি আসবে। 

অসুবিধা হচ্ছে আপনি পাবলিক পোস্ট করলে তার কোনো প্রাইভেসি থাকবে না। আপনি যদি প্রাইভেসি চান তাহলে ফলোয়ার এনাবল না করাই বেটার। আর সাধারণ মানুষেরা যে ফলোয়ার পেয়ে থাকে তা আসলে পোস্টে রিচ আনার জন্য একটুও কাজে লাগে না, সেলেবদের ব্যাপারটা আলাদা। 

ছবি দুটি দেখে নিন-  

  অবশ্যই সম্পূর্ণ বাংলায় বিস্তারিত বুঝিয়ে উত্তর দিবেন।