শেয়ার করুন বন্ধুর সাথে
Call

শুধু সিজদার আয়াত পাঠ করলে সিজদা আদায় করবেন। সাহাবায়ে কিরাম ও তাবেয়ীগণের অনেকেই সপ্তাহে অন্তত এক বার সম্পূর্ণ কুরআন তিলাওয়াত শেষ করতেন। এই জন্য তারা দৈনিক তিলাওয়াতের পরিমান নির্ধারণ করে নিয়েছিলেন। সেই পরিমানের নাম-ই হলো মনজিল। কুরআনের রয়েছে সাতটি মনজিল। যাকে হিজব ও বলা হয়। কুরআন মাজিদে ১৪ টি সিজদার আয়াত রয়েছে। যে আয়াতগুলো তিলাওয়াতের সঙ্গে সঙ্গেই সিজদা আদায় করতে হয়। প্রাথমিক যুগের লিখিত কুরআনে নুসখার আগে দুইটি আলামত দেখা যেত। প্রতিটি পাঁচ আয়াতের পর পাতার পাশে আরবীতে ''খ'' হরফটি লিখা থাকত। দশ আয়াতের পরে আরবীতে ''আ'ইন'' হরফটি লিখা থাকত। প্রথম চিহ্নটিকে আখমাস এবং পরবর্তী চিহ্নটিকে আশার বলা হত। আখমাস এবং আশারের আলামত পরবর্তী যুগে পরিত্যক্ত হয়ে অন্য একটা আলামতের ব্যবহার প্রচলিত হয়। বর্তমান কাল পর্যন্ত প্রচলিত এ চিহ্নটিকে রুকু বলা হয়। এ চিহ্নটি আয়াতে আলোচিত বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে নির্ধারন করা হয়েছে। একটা প্রসংগ যেখানে এসে শেষ হয়েছে, সেখানে পৃষ্ঠার।পাশে রুকুর চিহ্নস্বরুপ অক্ষর অঙ্কিত করা হয়। এ চিহ্ন কখন কার দ্বারা প্রচলিত হয়েছে। কুরআনে মাজিদে পাঁচশত চল্লিশটি রুকু রয়েছে। তারাবীহ নামাযের প্রতি রাকাতে যদি এক রুকু করে তেলাওয়াত করা হয়, তবে সাতাশে রমজান কুরআন খতম হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ