শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মিলাদ শরীফ হলো রাসূল (সঃ) এর প্রতি সালাম ও দরুদ পাঠ করা। অনেকেই বলে থাকেন যে মিলাদ শরীফ পাঠ করা নাকি বিদ'আত। না, মিলাদ শরীফ পাঠ করা বিদ'আত নয়, বরং এটি একটি মহৎ সওয়াবের কাজ। অনেকেই মিলাদ শরীফ পাঠ-কে কখনও বলেন বেদায়াত, কখনও বলেন শিরক। আজ থেকে পনের বিশ বছর আগে মিলাদ শরীফকে কেউই শিরক বলে নি, তারাও মিলাদ পড়েছে। আর, ইদানিং কালে এসে তারা সরাসরি এটাকে শিরিক বলছে, তাহলে তাঁরা কিংবা তাদের বাপ দাদারা যে মিলাদ শরীফ পাঠ নামক শিরিক করে মুশরিক হলো সেখান থেকে তারা মুসলিম কবে হল? যাহোক, আসল কথায় আসি, এখন যদি আপনার প্রশ্ন হয়, ' মিলাদ শরীফ তথা প্রিয় নবীর প্রতি দরুদ শরীফ, সালাত ও সালাম আসলেই কি কোরান হাদিসে নাই?' তাহলে উত্তরে আমি বলবো, সূরা ওয়াক্বিয়াহ-এর ৯১ নং আয়াত পড়ে দেখুন। সেখানে লেখা আছে, "হে নবী (সঃ)! আপনার প্রতি সালাম আসে ডানপন্থীদের পক্ষ থেকে।" তাহলে, কোরআনুল কারীম বলছে নবী (সঃ) কে যারা সালাম দেয় তারা ডানপন্থী, আর যারা দেয় না তারা বামপন্থী। তাহলে আপনিই এখন চিন্তা করুন, এটা করা ভালো না খারাপ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ