রসুল সাঃবলেছেন, তোমরা আমাকে যেভাবে নামায পড়তে দেখ সেভাবে নামায পড়।তাই রসুল সাঃযেহেতু তৃতীয় ও চতুর্থ রাকাতে খালি সুরা ফাতিহা পড়েছেন।তাই আমরাও পড়ি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

চার রাকাআত ফরজ নামাজে শেষের দুই রাকাতে সুরা মিলিয়ে না পড়াও ছিল মহান আল্লাহ পাকের হুকুম। রাসুল (সাঃ) যেখানেই যেভাবে হুকুম পেয়েছেন তিনি সেভাবেই নামাজ আদায় করেছেন। আর আমরা তাহার অনুসরণ করি বলেই ফরজ নামাজে শেষের দুই রাকাতে সুরা মিলিয়ে পড়িনা। হাদিসে এসেছে,

আবূ ক্বাতাদাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরের প্রথম দুই রাকআতে সূরাহ ফাতিহার সঙ্গে আরও দুইটি সূরা পাঠ করতেন। প্রথম রাকআতে দীর্ঘ করতেন এবং দ্বিতীয় রাকআত সংক্ষেপ করতেন। কখনো কোন আয়াত শুনিয়ে পড়তেন। আসরের সালাতেও তিনি সূরা ফাতিহার সাথে অন্য দুইটি সূরা পড়তেন। প্রথম রাকআত দীর্ঘ করতেন। ফজরের প্রথম রাকআতও তিনি দীর্ঘ করতেন এবং দ্বিতীয় রাকআতে সংক্ষেপ করতেন। [সহীহ বুখারী, হাদিস নম্বরঃ ৭৫৯]

আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ যখন লোকদের নিয়ে সালাত আদায় করে, তখন যেন সে সংক্ষেপ করে। কেননা, তাদের মাঝে দুর্বল, অসুস্থ ও বৃদ্ধ রয়েছে। আর যদি কেউ একাকী সালাত আদায় করে, তখন ইচ্ছামত দীর্ঘ করতে পারে। [সহীহ বুখারী, হাদিস নম্বরঃ ৭০৩]


মূসা ইবনু ইসমায়ীল (রহঃ) আবূ কাতাদাহ (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের প্রথম দুই রাকাআতে সূরা ফাতিহা ও দুইটি সূরা পড়তেন এবং শেষ দুই রাকাআতে সূরা ফাতিহা পাঠ করতেন এবং তিনি কোন কোন আয়াত আমাদের শোনাতেন, আর তিনি প্রথম রাকাআতে যতটুকু দীর্ঘ করতেন, দ্বিতীয় রাকাআতে ততটুকু দীর্ঘ করতেন না। এরূপ করতেন আসরে এবং ফজরেও। [সহীহ বুখারী, হাদিস নম্বরঃ ৭৪০]
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ