Call

সাধারণত প্রতিদুই রাকাতের জন্য ৪ টি সুরা পড়তে হয়।

১ম রাকাতে

  • সূরা ফাতিহা
  • পছন্দের সুরা
[২য় রাকাতে ] 
  সূরা ফাতহা ও  পছন্দের সূরা পরতে হয়।
[সব সময় আগে সূরা ফাতিহা পরতে হয়]
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রতি দু রাকাতে দুটি সূরা পড়তে হয়। আর সেটা হলো সূরা ফাতেহা। আর তার সাথে সর্বনিম্ন ছোট তিন আয়াত পরিমাণ কিরাত পড়তে হয়। সেটা কুরআনের যে কোনো জায়গা থেকেই হতে পারে। সর্বোচ্চ কেরাতের কোনো সীমা নেই। তবে ইমাম হয়ে পড়লে এ পরিমাণ কিরাত পড়তে হবে যাতে মুসল্লীদের কষ্ট না হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

দুই রাকাত নামাজের জন্য প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে আল-কুরআনের সহজপাঠ্য কোন আয়াত অথবা পূণাঙ্গ একটি সুরা তেলায়াত করলেই নামাজ সহিহ হবে। 


আবূল ওয়ালীদ আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নির্দেশ দেয়া হয়েছে যে, আমরা যেন নামাযের মধ্যে সূরা ফাতিহা এবং তার সাথে আল-কুরআনের সহজপাঠ্য কোন আয়াত পাঠ করি।

সূনান আবু দাউদ হাদিস নম্বরঃ ৮১৮
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ