Hasankic

Call

হ্যা, এটা উভয়ের জন্যই প্রযোজ্য। ফর‍জ নামাজের ক্ষেত্রে ৩ও ৪ রাকাতে শুধু সুরা ফাতিহা পড়তে হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

উপোরক্ত নিয়ম শুধু ফরজ নামাযের ক্ষেত্রে (পুরুষ মহিলা সকলের জন্য) তবে সুন্নত ও বিতির নামাযে সব রাকাতেই অন্য সূরা মিলাতে হবে(পুরুষ মহিলা সকলের জন্য)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

পুরুষ ও মহিলাদের নামাজে ১টি ব্যতিক্রম আছে, যা পর্দা জনিত ও মেয়েদের শারিরিক গঠনের কারনেই করা হয়েছে, এবং তা সম্পূর্ণ শুধু অংগ প্রত্যংগের ব্যবহার ভঙিমায়। তাছাড়া নামাজের ছুরা কেরাত, তাসবিহ ইত্যাদিতে কোন ব্যতিক্রম নেই। সেহেতু আপনার প্রশ্নের উত্তর এটাই যে, পুরুষ বা মহিলা উভয়েরই ছুরা মিলাইয়া পড়িতে হইবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ