Call

বাকি দুই রাকাত আপনাকে একই সাথে পরতে হবে। [বাদ দেয়া যাবে না]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
জামাতের নামাজ আদায় করতে গিয়ে যদি কেউ 1 বা অধিক রাকাত মিস করে তাহলে সে মাসবুক ব্যক্তি হয়ে যায় ।

মাসবুক ব্যক্তির নামাজ আদায় করার নিয়ম হচ্ছে, ইমাম সাহেব  প্রথম সালাম ফিরিয়ে দ্বিতীয় সালাম ফেরানোর সময় যখন মুখ বাম দিকে গুরাতে যাবে তখন মাসবুক ব্যক্তি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ের মিস হয়ে যাওয়া রাকাত বা রাকাতগুলো আদায় করে নিবে ।

অনুরূপভাবে আপনি ও ইমাম সাহেব নামাজ শেষে যখন প্রথম সালাম ফেরানোর পর দ্বিতীয় সালাম ফেরানোর জন্য মুখ ফিরাতে যাবে তখন আপনি দাঁড়িয়ে গিয়ে মিস হয়ে যাওয়া দুই রাকাত আদায় করে তাশাহাদু, দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পরে সালাম ফিরাবেন ।

ধন্যবাদ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি দুই রাকাত পেয়েছেন অর্থাৎ আগের দুই রাকাত আপনি পান নি এই দুই রাকাত নামায পড়ার নিয়ম ।  ইমাম সাহেব শেষ রাকাতে আত্যাহিয়্যাতু,দরূদ,দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাবেন আপনি সালাম না ফিরায় দাড়ায় যাবেন এবং বাকি দুই রাকাত পড়ে আত্যাহিয়্যাতু , দরূদ, দোয়া মাসূরা পড়বেন এবং সালাম ফিরায় নামায শেষ করবেন ।  ধন্যবাদ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

যে ব্যক্তি ইমাম সাহেবের সাথে পুরা নামায পায় না তাকে মাসবুক (ছুটে যাওয়া ব্যক্তি) বলে। এরকম ব্যক্তি তার অবশিষ্ট নামায একা একা পড়বে। এখন মাসবুকের নামাযের নিয়ম হচ্ছে- 1. ইমামের সাথে সে সালাম ফিরাবে না । ইমাম প্রথম সালাম সম্পূর্ণ করার পর সে দাড়িয়ে যাবে । 2. এরপর মাসবুক তার নামাযের যতটুকু বাকি আছে তা সম্পূর্ণ করে তাশাহুদ, দরুদ, দুআ মাসূরা পড়ে সালাম ফিরিয়ে সাধারণ ভাবে নামায শেষ করবে । 3. কিরাআত পড়ার ব্যাপারে মাসবুক তার যে কয় রাকাত বাকি আছে তা অনুসরণ করবে । এক রাকাত বাকি থাকলে সূরা ফাতিহা ও অন্য একটি সূরা মিলিয়ে পড়বে । দুই রাকাত বাকি থাকলে উভয় রাকাতে সূরা ফাতিহা ও আপর সূরা মিলিয়ে পড়বে । তিন রাকাত বাকি থাকলে প্রথম দুই রাকাতে সূরা ফাতিহার সাথে অপর সূরা মিলাবে কিন্তু তৃতীয় মিস যাওয়া রাকাতে কেবল সূরা ফাতিহা পড়বে । 4. বৈঠকের ব্যাপারে মাসবুক ইমামসহ যে কয় রাকাত নামায পড়েছে তা হিসেব করে বৈঠকে যাবে । প্রতি জোড় রাকাত শেষে বৈঠকে বসতে হয় । তাই যে কেবল এক রাকাত পেল ইমামের সাথে সে ইমামের নামায শেষ করার পর দাড়িয়ে নিজে এক রাকাত পড়ে সেজদা সম্পন্ন করার পর বসে তাশাহুদ পড়বে কারণ এটা তার নামাযের দ্বিতীয় রাকাত । এরপর সাধারণ ভাবে নামায শেষ করবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
MdSoburkhan

Call

ইমাম সাহেব ২য় সালাম ফেরানোর সময় উঠে দাড়িয়ে সূরা ফতিহার সাথে অন্য সূরা মিলিয়ে বাকি দুই রাকাত সালাত সম্পন্ন করতে হবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ