Call

না, ভাই এভাবে আপনার নামায আদায় হবে না। কারণ, আপনি যেসময় আছরের নামায পড়েবেন, সেসময় তো আপনার 

উপর (আছরের) নামাযের হুকুম অর্পিত হবে না। আর, হুকুম তখন অর্পিত হয়, যখনই ওয়াক্ত আসে। তাই, ওয়াক্ত আসার

আগে নামায পড়লে, উক্ত ওয়াক্তের নামায আদায় হবে না।

  মনে রাখা জরুরি যে, কেউ ওয়াক্ত আসার পূর্বে মারা গেলে, তার উপর নামায বাকি রয়েছে বলে মনে করা যাবে না।

এ জন্য, ওয়াক্ত আসার আগে, ওয়াক্তের নামায আদায় হবে না  বরং পরবর্তীতে (ওয়াক্ত আসার পর) আদায় রতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ