Call

না। হাদীসে প্রথম চার রাক'য়াত তথা সুন্নাত এবং পরের চার রাক'য়াত ফরজ নামাজের দিকটি উল্লেখ করা হয়েছে। যেমনঃ  উল্লেখিত হাদীসটি নিম্নরূপঃ


উম্মু হাবীবা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নবী (সঃ) বলেছেন, "যে ব্যক্তি যোহরের (ফরজের) আগে চার রাক'য়াত এবং পরে চার রাক'য়াত সালাত পড়লো, আল্লাহ্‌ তার জন্য জাহান্নাম হারাম করে দেন।" (সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১১৬০)।


মহোদয়! উক্ত হাদীসের আরবী ইবারতে ফরজ নামাজকে উল্লেখ না করলেও, এখানে নির্দিষ্টভাবে ফরজকেই ইঙ্গিত করে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ