দুই রাকাত বিশিষ্ঠ "সুন্নাত" নামাজের বেলায় কি শুধু তাশাহুদ পড়ে সালাম ফিরানো যাবে?

নাকি তাশাহুদের পরে দুরুদ শরীফ ও দু'আয়ে মাছুরা পড়া বাধ্যতামুলক আছে?


বিঃদ্রঃ নামাজ যদি দুই রাকাত বিশিষ্ঠ "সুন্নাত" নামাজ হয়।


শেয়ার করুন বন্ধুর সাথে

নামাজের ভিতরে তাশাহহুদ পাঠ করা ওয়াজিব। আর দরূদ ও দুআয়ে মাসুরা পাঠ করা সুন্নাত। সুতরাং যদি দু রাকাত বিশিষ্ট নামাজের ক্ষেত্রে যদি শুধু তাশাহহুদ পড়ে সালাম ফিরিয়ে দেয় তাহলে নামাজ আদায় হয়ে যাবে। সুন্নাহ পরিপন্থী হবে। সারকথা দরূদ ও দুআয়ে মাসুরা পাঠ করা বাধ্যতামূলক নয়। সুন্নাত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

দুই রাকআত নামাজের ক্ষেত্রে শুধু তাশাহুদ পড়ে সালাম ফেরানো যাবে না|তাশাহুদের পরে দুরুদ শরীফ ও দুআয়ে মাছুরা পড়া আবশ্যক|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

দুই রাকাত বিশিষ্ঠ "সুন্নাত" নামাজের বেলায় শুধু তাশাহুদ পড়ে সালাম ফিরানো যাবেনা। তাশাহুদের পরে দুরুদ শরীফ ও দু'আয়ে মাছুরা পড়তেই হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ