নামায হয়ে যাবে, সাহু সিজদা করার প্রয়োজন নেই৷ তবে মাকরূহ হয়ে যাবে৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাআতে কিরাআত দীর্ঘ এবং দ্বিতীয় রাকাআত সংক্ষিপ্ত করতেন। কিরাআত পড়া ফরজ কিন্ত আয়াত দীর্ঘ এবং সংক্ষিপ্ত করা সুন্নাত।


আবূ নুআইম (রহঃ) আবূ কাতাদা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরের সালাত এর প্রথম রাকাআতে কিরাআত দীর্ঘ করতেন ও দ্বিতীয় রাকাআতে সংক্ষিপ্ত করতেন এবং এরূপ করতেন ফযরের সালাতেও। (সহীহ বুখারী, হাদিস নম্বরঃ ৭৪৩)


নামাজের সুন্নাতে মুয়াক্কাদা হল এমন কার্যাবলি যা ছাড়লে নামাজ বাতিল হয়না কিন্তু বিনা কারনে ছাড়লে নামাজ মাকরুহ হয়। আর নামাজে ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদা দিতে হয়।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ