নামাজ একটি ইবাদাত। এটা জাগতিক কোনো বিষয় নয়। সুতরাং এটা খুবই স্বাভাবিক কথা, ইবাদাতের মাঝে জাগতিক বিষয় ঢুকে গেলে তা আর ইবাদাত থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের এ নামাযে মানুষের জাগতিক কোনো কথা বার্তা বালা যাবে না। কারণ নামায হলো, আল্লাহর পবিত্রতা ও মহত্ব বর্ণানা ও কুরআন পাঠের নাম। সুনানে নাসায়ী, হাদীস ১২১৭। সুতরাং জাগতিক বা সাংসারিক বিষয় চাওয়া পাওয়ার জায়গা নামায নয়। নামাযের পরে বা অন্য সময় দুআর ভিতরে সাংসারিক বিষয় যত ইচ্ছে কামনা করবে। এসব কারণেই নামাযে সাংসারিক বিষয়ে প্রার্থনা করলে নামায ভেঙ্গে যায়।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ