Sam

Call

রসুল(সঃ) -এর অনুসরণের মাধ্যমে তার ভালোবাসা পাওয়া যাবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

রাসুল (সাঃ) এর সুন্নত মেনে কুফুরী কে বর্জন করাই ইমানের প্রতি ভালবাসা। আর যে কেউ সুন্নত মানার ভালবাসা কে অবজ্ঞা করিল, সে জেন স্বয়ং নবীজিকেই অবজ্ঞার সহিত ঘৃনা করে কাফের হিসেবে প্রকাশিত হল। তাই আমাদের রাসূল (সাঃ) এর সুন্নত অনুসরণ করলে তার ভালোবাসা পাওয়া যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

و عن انس رضي الله تعالي عنه قال قال رسول الله صلي الله عليه و سلم لا يؤمن احدكم حتي اكون احب اليه من والده وولده والناس اجمعين  ★অনুবাদঃ হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন,  তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমান্দার হতে পারবে না ; যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার পিতামাতা, সন্তান -সন্ততি এবং সকল মানুষ হতে সর্বাধিক প্রিয় না হব। ( বুখারী, মুসলিম ও মিশকাত) ♦আলোচ্য হাদিসে পরিপুর্ণ ঈমান্দারের পরিচয় তুলে ধরা হয়েছে। পরিপূর্ণ ঈমানদার হতে হলে পৃথিবীর সবকিছু থেকে রাসূল (সাঃ) কে বেশি ভালবাসতে হবে। আর রাসূল (সাঃ) কে অধিক ভালবাসার অর্থ হচ্ছে, তাঁর প্রদর্শিত পথে জীবন পরিচালনা করা  তাঁর সুন্নাতকে আঁকড়ে ধরা। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ