বেতনের দিক দিয়ে CA নাকি GMAT কোনটা ভাল। 
Share with your friends

উচ্চ বেতন CA করলে পাবেন। GMAT বিদেশের ভার্সিটিতে ভর্তির জন্য প্রয়োজন হয়।

Talk Doctor Online in Bissoy App
AbdulHalim

Call

GMAT:


 



GMAT মানে Graduate Management Admission test.এটি কোন ডিগ্রি নয় ,এটা হলো একটা কোর্স বা ভর্তি যোগ্যতা বলা চলে।এটি GRE এর মত একটি Standardized Test- যা আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার মত কিছু দেশে


MBA করার জন্য প্রয়োজন হয়।এ কোর্স করার মাধ্যমে আপনি নির্দিষ্ট দেশগুলোতে MBA তে ভর্তির প্রাথমিক যোগ্যতা অর্জন করবেন।আর এসকল বিশ্ববিদ্যালয় থেকে MBA করতে পারলে ভবিষ্যত উজ্জ্বল হওয়ার সম্ভাবনা থাকে।






CA:


CA মানে Chartered Accounting . এটি একটি হাইপ্রোফাইল প্রফেশনাল ডিগ্রি । CA বা Chartered Accounting পড়াশোনায় একজন ছাত্রছাত্রীকে শুরুই করতে হয় প্র্যাকটিক্যাল কোর্স দিয়ে। তাই একজন স্টুডেন্টকে কোনো একটা সিএ ফার্মে ঢুকতে হয় এবং আইসিএবি এর মাধ্যমে নিবন্ধিত হতে হয়। ফার্মে প্রভিশনাল পিরিয়ড শেষ করার পরেই কেবল এই নিবন্ধিত ডিগ্রি ছাত্রছাত্রীর কাজে আসে। সিএ এর আর্টিকেলশিপ রেজিস্ট্রেশনের দিন থেকেই শুরু হয়ে যায়।


সিএ ডিগ্রি সময়সাপেক্ষ ব্যাপার ,ধৈর্য এবং অধ্যবসায় থাকলে সিএ সম্পূর্ণ করা সম্ভব হতে পারে।সিএ ডিগ্রিধারীরা উকিলের ন্যায় স্বাধীন পেশা পরিচালনা করে।এটা হাইপ্রোফাইলএবং সম্মানজনক পেশা।
Talk Doctor Online in Bissoy App