Sam

Sam

0 Views
Rated 5 / 5 based on 0 reviews

Sam

  • Not Specified | |

Chamber

Services

Work Experience

Skills

Language

Training

Education

প্রশ্ন-উত্তর সমূহ 335.82k বার দেখা হয়েছে | এই মাসে 135.82k বার
62 টি প্রশ্ন দেখা হয়েছে 102.36k বার
175 টি উত্তর দেখা হয়েছে 233.46k বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 26 টি প্রিয়

Blogs

Recent Q&A

হিজরা বদদোওয়া কী কবুল হয়?

হিজরারা তো অনৈতিকভাবে টাকা উপার্জন করে এবং শিশুদেরকে নাচিয়ে প্রচুর দাবী করে | অনেক সভ্য পরিবার তাদের শিশুকে নাচাতে চায়না এবং তাদের এই অনৈতিক কাজের জন্য টাকা দিয়ে চায়না বা অত টাকা না থাকার কারণে দিতে না পারলে তারা ভীষণ খারাপ গালাগালি করে এবং জোরে জোরে তাদের ধ্বংসের জন্য বদদোওয়া দেয়| সত্যিই কী তাদের এই বদদোওয়া আল্লাহর দরবারে কবুল হয় (কারণ তারা তো অনৈতিক কাজে বাধা দেওয়ায় বদদোওয়া দিচ্ছে)?

তাদের এই জোরাজোরি করে টাকা অর্জনের ভারতীয় আইনে কোনো শাস্তি আছে?

0 likes | 2975 views

কীভাবে মন থেকে নারীর প্রতি আকর্ষণ নষ্ট করে দিতে পারব?

নারীর প্রতি পুরুষের আকর্ষণ স্বাভাবিক এবং তা আল্লাহ প্রদত্ত ও তা নষ্ট করা গুনাহ|কিন্তু আমি আল্লাহর আইন মেনে চলার চেষ্টা করি|আমার বয়স যত যৌবনের দিকে যাচ্ছে ততই নারীর প্রতি আকর্ষণ অকল্পনীয়ভাবে বেড়ে চলেছে(বিশেষ করে আমাদের ক্লাসের একটি মেয়ের প্রতি)|আমি জানি যে প্রেম-ভালোবাসা হারাম ,এতে আমার পরিবার অসম্মানিত হবে,আমার বাপচাচাকে উদ্দেশ্য করে লোকে বলবে-ওর ভাইপো ওই মেয়েটার সঙ্গে প্রেম করে এইসব ভেবে আমি নিজেকে ঐ খারাপ দিকে যেতে দিতাম না কিন্তু সম্প্রতি এই আকর্ষণ অতিরিক্ত হারে বেড়ে গিয়েছে| এই আকর্ষণ কমানোর জন্য সেই মেয়েটিকে নিজের বোন মনে করার চেষ্টা করি,আরো অনেক কৌশল ব্যবহার করি কিন্তু তাতেও কিছু হয়না| কিন্তু আমার এইসব দিকে গেলে হবেনা-আমার পিতা মারা গিয়েছে তবুও পরিবার থেকে আমাকে পড়াশোনা শেখাচ্ছে আমার মা-বোনের উপর ভবিষ্যতে ভীষণ দায়িত্ব আছে, এখন আমার নিজের ভবিষ্যৎ গড়তে হবে|এই আকর্ষণ হয় তখনই যখন আমার মন ভালো থাকে এবং যখন মন  দুশ্চিন্তাগ্রস্ত থাকে তখন কোনো নারীর প্রতি একফোটার আকর্ষণ অনুভব হয়না|কেউ আমার সম্মানে একটু উল্টোপাল্টা বললেই মন দুশ্চিন্তা গ্রস্ত হয়ে পড়ে এবং দুশ্চিন্তা বাড়লে মন এতই খারাপ হয়ে পড়ে যে বেচে থাকতে ইচ্ছা করে না এবং তার সঙ্গে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়-স্মৃতিশক্তি এমন হয়ে যেন এই দেখছি ও এই ভুলে যাচ্ছি ও অন্যান্য আরো সমস্যা হয় বলে মন ভালো রাখার চেষ্টা করি কিন্তু ভালো থাকলেই আবার নারীর প্রতি আকর্ষণ আসে|আমার মন যখন তখন খারাপ হয়ে যায় একটু মনে আঘাত লাগা কথা হলেই|নারীর এই আকর্ষণ আমি যে নারীর থেকে দূরে থাকার চেষ্টা করি  কিন্তু তা আমার ধীরে ধীরে তার কাছে নিয়ে যাচ্ছে|তাই আমি মন থেকে নারীর আকর্ষণ মুছে ফেলতে চাই কিন্তু তা সম্পূর্ণ মন থেকে এবং শরীরে যে হরমোন উৎপন্ন হয় তাতে কোনো ব্যাঘাত ঘটাতে চাইনা|

বিঃদ্রঃ-আমার মানসিক অবস্থা ভালোভাবে বুঝে মনবিদদের মতোন উত্তর দেওয়ার চেষ্টা করুণ|


0 likes | 3109 views

মেয়েরা যে ছেলেদের গায় কথায় কথায় হাত দেয় এর শাস্তি কী?

বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় যে ছেলে-মেয়েরা বিভিন্ন রকম ঠাট্টা-তামাশা করার সময় মাঝেমধ্যে মেয়েরা একটু আদরের সঙ্গে ছেলেদের পিঠে হাত দিয়ে মারে (যদিও ছেলেমেয়ের একসঙ্গে ঠাট্টা করা হারাম) আবার কোনো ছেলেকে ডাকতে হলে গায়ে হাত দিয়ে ডাকে, আবার কোথাও যাওয়ার সময়ে তাড়া থাকলে মেয়েরা ছেলেদের ঠেলে এগিয়ে যায় কিন্তু সাধারণত এটা যদি কোনো ছেলে হয় তাহলে কোনো মেয়ের গায়ে হাত দিতে ভীষণ লজ্জাবোধ করে| ছেলেদের শরীর লজ্জাস্থান নয় বলে কী যেকোনো মেয়ে এভাবে হাত দেবে-কিন্তু এগুলো কারও চোখে পড়েনা, ইসলামে কী এর কোনো শাস্তি নেই?

আবার ছেলেরা মেয়েদের দিকে তাকালে ইসলামে কিয়ামতে তার শাস্তি গলিত লোহা তার চোখে ঢেলে দেওয়া হবে | তাহলে মেয়েরা যদি ছেলেদের দিকে তাকায় তাহলে কী এই একই শাস্তি নাকি না কারণ কোরআনে তো মেয়েদেরও দৃষ্টি অবনত রাখার আদেশ দেওয়া হয়েছে?

0 likes | 3294 views

বিস্ময়ে মন্তব্য বা উত্তর সম্পাদনার সময় অক্ষর যুক্ত করা যাচ্ছে না কেন?

আমি কোনো প্রশ্নের উত্তর ব মন্তব্য করলাম এবং তাতে অক্ষর ভুলের জন্য যদি আমি তা সম্পাদনা করতে যাই তখন কোনো দুটি অক্ষর (ক+আ=কা,ক+ত=ক্ত) যুক্ত করা যাচ্ছে না কেন?

উল্লেখ্য, আমি মোবাইল ব্যবহার করি|


0 likes | 2925 views

ঘনঘন রোগ ব্যাধির প্রতিকার কী অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায় কী?

আমার একটু ঠাণ্ডাতেই বা যখন তখন ভীষণ সর্দি,কাশি আবার তার সঙ্গে মাঝেমধ্যে জ্বরও আসে | কোনো নিমন্ত্রণে বেশী আমিষ জাতীয় খাবার খাওয়ার জন্যে শরীর গরম হয়ে পাতলা পায়খানা হয় এবং কখনও কখনও এর সঙ্গে সর্দি কাশি একসঙ্গে থাকে, এই ঘনঘন রোগ হওয়ার প্রতিকার কী অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্দির উপায় কী ?

0 likes | 3119 views

আমার বয়স ১৭।আমি ৪ বার হস্ত মৈথুন করেছি।যদি এমনটি আর না করি তাহলে আমার ভবিষ্যাতে কোনো সমস্যা হবে কী?

0 likes | 3847 views

আমার ইমান শক্ত করতে চাই,, কী কী করলে ইমান শক্ত করা যাবে?

যদি কোন ব্যক্তি এই বিষয়ে বলতেন, ,  তাহলে অনেক উপকৃত হোতাম 

0 likes | 3065 views

আমাকে মনে হয় যাদু করে ভালোবাসা পাওয়ার চেষ্টা করা হচ্ছে?

আনুমানিক ১ মাস আগে আমাকে ১ মহিলা রসগোল্লা খাওয়াইয়া ছিল। 

এখন অই মহিলার মেয়ের প্রতি আমার মাথায় কেমন যেন কাজ করে। তার কাছে থাকলে, তাকে দেখলে,  কথা বললে ভালো লাগে। দূরে থাকিলে মনে হয়  আমার মাথার ভিতর মস্তিষ্ক ঘুরছে।

যোগাযোগ না করিলেই মাথায় কি যে কাজ করে। কোন কাজেকর্মে মন বসে না।

মাথা ধরা ও মনে হয়।

আমার মনে হয় মিষ্টি তে ঝাড়ফুঁক করে দেওয়া হইছে।

এখন এর থেকে বাচার উপায় কি?

0 likes | 2742 views

কমিশন ও কমিটির মধ্যে পার্থক্য কী?

0 likes | 3931 views

একজন আদর্শ স্ত্রী নির্বাচনে পাত্রীর কোন কোন গুণাবলি লক্ষ করা উচিৎ?

একজন আদর্শ এবং সুন্দর মনের সঙ্গিনী(স্ত্রী) পেতে হলে 

তার কোন কোন দিক গুলো সম্পর্কে জানা উচিত এবং 

কিভাবে বুঝবো সে সুন্দর মনের অধিকারিণী হবে কিনা ।

আর প্রতিটি মানুষের কার সাথে বিয়ে হবে,

 পূর্ব থেকেই মহান আল্লাহ জুটি হিসেবে লিখে

রেখেছেন কি,  এটি ??

0 likes | 3222 views